সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

খুশদিলের দর্শক পেটানোর কারণ জানাল পিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৩:৪২ পিএম

খুশদিলের দর্শক পেটানোর কারণ জানাল পিসিবি

ছবি: সংগৃহীত

সম্প্রতি মাঠের ক্রিকেটে বাজে সময় পার করছে পাকিস্তান ক্রিকেট দল। ঘরের মাটে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির ডর নিউজিল্যান্ডের বিপক্ষেও টি-২০ ও ওয়ানডে দুই ফরম্যাটেই হেরেছে দলটি। যার প্রভাব পড়েছে মাঠের বাইরেও। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে হারের পর দর্শক পেটাতে গেলেন পাকিস্তানের তারকা অলরাউন্ডার খুশদিল শাহ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের কাছে ৪৩ রানে হেরেছে পাকিস্তান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ৮ উইকেটে ২৬৪ রান তোলে স্বাগতিকেরা। জবাবে ২২১ রানে অলআউট হয় পাকিস্তান।

মাউন্ড মঙ্গানুইয়ে এদিন ম্যাচ শেষে যখন পাকিস্তান দল ড্রেসিংরুমে ফিরছিল ঠিক তখনই গ্যালারি থেকে খেলোয়াড়দের উদ্দেশ্যে তীর্যক কিছু মন্তব্য ছুঁড়ে দেন দর্শকরা। এতে এতটাই চটে যান পাকিস্তান ক্রিকেটার খুশদিল শাহ যে, দর্শক পেটাতে বাউন্ডারি সীমানা পেরিয়ে দর্শকদের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত চলে যান তিনি। তবে মাঠের নিরাপত্তারক্ষী এবং সতীর্থরা আটকান তাকে।

এ নিয়ে মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পাকিস্তানবিরোধী স্লোগান দেয়া হলে, তা থামাতে অনুরোধ জানিয়েছিলেন খুশদিল শাহ কিন্তু আফগান দর্শকরা পশতু ভাষায় আরও কিছু আপত্তিজনক কথা বলে পরিস্থিতি জটিল করে তুলে।

আরবি/আরডি

Link copied!