সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে শাস্তির মুখে মরিনহো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৪:০৭ পিএম

প্রতিপক্ষ কোচের নাক চেপে ধরে শাস্তির মুখে মরিনহো

ছবি: সংগৃহীত

যেখানে মরিনহো সেখানেই বিতর্ক! এই বাক্যটি যেন ফুটবলের চিরন্তন সত্যে পরিণত হয়েছে। মাঠে উদ্ভট উদ্ভট মন্তব্যের জন্য তিনি বেশ বিখ্যাত। সবশেষ ইতালিয়ান ক্লাব রোমা থেকে বিদায় নিয়ে তুরস্কের ক্লাব ফেনেরবাখে যোগ দেওয়ার শুরু থেকেই নানা বিতর্কে জড়িয়েছেন তিনি।

কিছুদিন আগেই ইস্তাম্বুলে গালতাসারের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে তিনি মন্তব্য করেছিলেন, ‘বানরের মতো লাফালাফি করেছে।’ তুর্কি কাপের কোয়ার্টার ফাইনালে একই প্রতিপক্ষের বিপক্ষে ২-১ গোলে ম্যাচ হেরেছে মোরেনহোর ফেনেররাখ।

এ ম্যাচে আবারও এক বিতর্কিত কর্মকাণ্ড করে বসলেন মোরেনহো। এদিন ম্যাচ হেরে প্রতিপক্ষ দলের কোচের নাক চেপে ধরেন মরিনহো। আর এতে শাস্তির মুখে পড়তে হয়েছে তাকে।

তুরস্ক ফুটবল ফেডারেশন এই পর্তুগিজকে ৩ ম্যাচ নিষিদ্ধের পাশাপাশি ২ লাখ ৯২ হাজার ৫০০ লিরা (তুরস্কের মুদ্রা) জরিমানা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯ লাখ ৩২ হাজার টাকা।

ওকান বুরুকের নাক টিপে ধরাকে মরিনহোর অখেলোয়াড়সুলভ আচরণ হিসেবে বিবেচনা করে তুরস্ক ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘হোসে মরিনহো পরবর্তী তিন প্রতিযোগিতামূলক ম্যাচে দলের ড্রেসিংরুমে ও টাচলাইনে থাকতে পারবেন না।’

আরবি/আরডি

Link copied!