ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ১৫ বলে অর্ধশতক হাঁকিয়ে রেকর্ড গড়েছেন পারভেজ হোসেন ইমন। তার এমন রেকর্ড গড়ার দিনে শাইনপুকুরের বিপক্ষে বড় ব্যবধানে জিতেছে আবাহনী।
রোববার (৬ এপ্রিল) শাইনপুকুরের বিপক্ষে মাঠে নামে আবাহনী। ম্যাচে পারভেজ হোসেনের ঝড়ো অর্ধশতকে ৪০ বল আর ১০ উইকেট হাতে রেখেই জিতে যায় তারা।
এদিন আগে ব্যাট করতে নামা শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী বোলাররা। যার প্রভাব দেখা স্কোর বোর্ডে। ২৫.৪ ওভারে মাত্র ৮৮ রানে অলআউট হয় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান আসে মিনহাজুল আবেদিন সাব্বিরের ব্যাট থেকে। আবাহনীর পক্ষে মোসাদ্দেক হোসেন সৈকত চারটি এবং রিপন মণ্ডল ও রাকিবুল হাসান দুটি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে ২২ গজে রীতিমতো ঝড় তোলেন পারভেজ হোসেন ইমন। মাত্র ১৫ বলেই তুলে নেন ফিফটি। আরেক ওপেনার জিসান আলমও এদিন ছিলেন ধীর স্থির। শেষ পর্যন্ত ৬.৪ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় দল। ইমন ২৩ বলে চারটি চার ও ছয়টি ছক্কায় ৬১ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গী জিসান ১৭ বলে করেন ১৭ রান।
আপনার মতামত লিখুন :