জার্মান ক্লাব বায়ার্ন মিউনিথের একাডেমি থেকে হাঁটি হাঁটি পা পা করে শুরু করা টমাস মুলার অবশেষে ক্লাবের সাথে সম্পর্ক ছিন্ন করছেন। ২৫ বছর পর ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন বায়ার্ন কর্তৃপক্ষ। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে চলতি মৌসুম শেষে বায়ার্ন ছাড়ার ঘোষনা দেন এই ফরোয়ার্ড।
বায়ার্নের একাডেমিতে বেড়ে ওঠার পর ২০০৮ সালে বাভারিয়ানদের সিনিয়র দলে ডাক পান মুলার। এরপর থেকে বায়ার্নের হয়ে সম্ভাব্য সব শিরোপায় জিতেছেন তিনি। বাভারিয়ানদের হয়ে মোট ৩৩টি শিরোপা জিতেছেন এই ফুটবলার। এর মধ্যে ১২টি বুন্দেসলিগার পাশাপাশি আছে ২টি চ্যাম্পিয়নস লিগ শিরোপাও।
আন্তর্জাতিক ফুটবলও দুহাত ভরে দিয়েছে এই ফুটবলারকে। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার জিতেছিলেন এই তারকা। এর চার বছর পর ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন জার্মান দলের অংশ ছিলেন তিনি।
আপনার মতামত লিখুন :