সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

নতুন টাইমিংয়ে ব্রোঞ্জ জিতলেন সামিউল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৬:০৪ পিএম

নতুন টাইমিংয়ে ব্রোঞ্জ জিতলেন সামিউল

ছবি: সংগৃহীত

ক্যারিয়ার সেরা টাইমিং গড়ে থাই ওপেন চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ পদক জিতেছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। এই ইভেন্টে এর আগে ৫৮.৯৫ সেকেন্ড ছিলো তার সেরা টাইমিং। তবে এদিন এই ইভেন্টে ৫৮.৯০ সেকেন্ড সময় নিয়ে নতুন টাইমিং গড়েছেন তিনি।

গতকাল শনিবার (৫ এপ্রিল) থাই ওপেন চ্যাম্পিয়নশিপের ১০০ মিটার ইভেন্টে এ কীর্তি গড়েন তিনি। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জেতা থাই সাঁতারুর টাইমিং ৫৬.৯৩ আর রৌপ্য জেতা হংকংয়ের সাঁতারুর টাইমিং ৫৭.৮৪। আজ থাই ওপেন চ্যাম্পিয়নশিপের ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টেও অংশ নেবেন সামিউল।

আগামী ১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে বসবে এবারের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার। তাদের ইভেন্টগুলো হবে ২৫ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত। সামিউল ৫০ ও ১০০ মিটার ব্যাকস্ট্রোক এবং অ্যানি ৫০ ও ১০০ মিটার ফ্রি স্টাইলে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিশ্ব চ্যাম্পিয়ন শিপে অংশগ্রহণ করার আগে অবশ্য নিজেকে আরেকবার যাচাই করে নেওয়ার সুযোগ আছে সামিউলের কাছে। আগামী ২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামিউল।

আরবি/আরডি

Link copied!