সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

অবসরের সিদ্ধান্ত নিজে নিতে চান না ধোনি!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৬:৪৭ পিএম

অবসরের সিদ্ধান্ত নিজে নিতে চান না ধোনি!

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএলে) ১৮ তম আসরে শুরুটা তেমন ভালো হয়নি চেন্নাই সুপার কিংসের। শেষ তিন ম্যাচের সবক’টিতে হেরেছে চেন্নাই। তবে ম্যাচ হারার পেছনে দলের মিডেল অর্ডারের ব্যর্থতাকে দায়ি করা হচ্ছে। এছাড়া প্রশ্ন উঠেছে দলটিকে ৫বার ট্রফি জেতানো মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে।

চেন্নাইয়ের ব্যাটারদের ব্যর্থতার এই মৌসুমের প্রায় সব ম্যাচে শেষদিকে ব্যাট করতে নেমেছেন ধোনী। তবে স্বভাবসুলভভাবে ম্যাচ শেষ করতে ব্যর্থ হয়েছেন একসময়ের দুর্দান্ত এই ফিনিশার।

গতকাল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে হারের পর সমালোচনার মুখে পড়েছেন ৪৩ বছর বয়সী এই ক্রিকেটার। কেউ কেউ এমনও বলছেন, আরও আগেই ক্রিকেট ছাড়া উচিত ছিল ধোনির।

দিল্লির বিপক্ষে ম্যাচের দিন সেই সম্ভাবনাও দেখে ফেলেছিলেন অনেকে। কারণ এদিন প্রথমবার আইপিএলে ধোনির খেলা দেখতে এসেছিলেন তার বাবা পান সিং এবং মা দেবকী। এর আগে ধোনির স্ত্রী সাক্ষী ধোনি এবং মেয়ে জিভার কথোপকথনের মধ্যে ‘শেষ ম্যাচ’ শব্দ দু’টি ভাইরাল হয়। তা থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর ঘোষণা করবেন মাহি। এবার ধোনি নিজেই তা নিয়ে মুখ খুললেন।

কনটেন্ট ক্রিয়েটর রাজ শামানির সঙ্গে পডকাস্টে অবসর নিয়ে মুখ খুলেছেন ধোনি। জানিয়েছেন আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে চান না। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এখনই অবসর নিয়ে ভাবছি না। এখনও আইপিএল খেলছি। বিষয়টা সাধারণ ভাবেই দেখছি। শুধু আইপিএলেই ক্রিকেট খেলি। এখন আমার বয়স ৪৩। ২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার সময় আমার বয়স হবে ৪৪। তারপর ১০ মাস সময় পাব ভাবার। আরও খেলব না ছেড়ে দেব, তখন ভাবব। আসলে সিদ্ধান্তটা আমি নেব না। আমার শরীর নেবে। সব মিলিয়ে বছরখানেক আছে হাতে। দেখা যাক।’

ধোনি বলেন, ‘এখন আইপিএল উপভোগ করতে চাইছি। ছোটবেলায় স্কুলে পড়ার সময় যেমন উপভোগ করতাম, এখনও তেমনই করছি। তখন একটা কলোনিতে থাকতাম আমরা। রোজ বিকাল ৪টার সময় খেলতে যেতাম। প্রায় দিনই ক্রিকেট খেলতাম। আবহাওয়া ঠিক না থাকলে ফুটবল খেলতাম। আমি ওই রকম সরলভাবে খেলতে চাই। যদিও কথাটা বলা যত সহজ, কাজে করা তত সহজ নয়।’

আরবি/আরডি

Link copied!