ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সিতে আগামী মৌসুম থেকে আর দেখা যাবে বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনাকে। কিছুদিন আগেই তিনি নিজেই এমন ঘোষণা দিয়েছেন। তবে এর মধ্যেই ডি ব্রুইনার বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে ম্যানচেস্টার সিটি। এমনটিই বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল।
রোববার (৬ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে সিটি। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে এই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সিটিজেনদের জন্য। তাই এ ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করতে চাইবে পেপ গার্দিওলার শিষ্যরা।
এদিকে ডি ব্রুইনার ক্লাব ছাড়ার ঘোষনার পর এক সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, `কিছু খেলোয়াড় থাকে যাদের কোন বিকল্প হয় না, এই ধরণের খেলোয়াড়দের বিদায় জানানো খুবই কঠিন। আর ডি ব্রুইনা ঠিক তেমন একজন খেলোয়াড়। এমনকি ইংল্যান্ড না বরং ইউরোপেই কেভিন ডি ব্রুইনার মতো খেলোয়াড় পাওয়া দুষ্কর।`
তবে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল বলছে, পেপ গার্দিওলা ও ম্যানসিটি টিম ম্যানেজমেন্ট এরই মধ্যে ডি ব্রুইনার বিকল্প খোঁজা শুরু করে দিয়েছে। এক্ষেত্রে বিকল্প হিসেবে আছেন বায়ার লেভারকুসেনের মিডফিল্ডার ফ্লোরিয়ান উইর্টজ।
উল্লেখ্য, বায়ার লেভারকুসেনের এই জার্মান তারকা চলতি মৌসুমে নিজ ক্লাবের হয়ে ৩৯ ম্যাচ খেলে করেছেন ১৫ গোল এবং ১৩ অ্যাসিস্ট। এছাড়াও গত মৌসুমে বায়ার লেভারকুসেনের বুন্দেসলিগা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মিডফিল্ডার।
আপনার মতামত লিখুন :