মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
ডিপিএল

গুলশানের রোমাঞ্চকর জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৮:২০ পিএম

গুলশানের রোমাঞ্চকর জয়

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এ রোমাঞ্চকর ম্যাচ উপহার দিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব ও ধানমন্ডি ক্রিকেট ক্লাব। যেখানে শেষ মুহূর্তের নাটকীয়তায় ২ উইকেটের জয় পেয়েছে গুলশান।

রোববার (৬ এপ্রিল) বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয় দু’দল। যেখানে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন গুলশানের অধিনায়ক আজিজুল হাকিম।

এদিন নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৫৮ রান করে ধানমন্ডি ক্লাব। দলটির হয়ে ৯১ বল খেলে সর্বোচ্চ ৬৫ রান করেন ফজলে মাহমুদ, ৩৬ বলে ৩২ রান আসে ওপেনার হাবিবুর রহমানের ব্যাটে। ৩ উইকেট করে নেন মেহেদী হাসান ও আসাদুজ্জামান।

জবাবে ব্যাট করতে নেমে মন্থর শুরু করে গুলশান। ৮৭ বলে ৩৯ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। আরেক ওপেনার জাওয়াদ আবরার করেন ২৫ বলে ২২ রান। এদিন ভালো শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি লিটন কুমার দাস। ২৯ বলে ২৫ রান করে সাজঘরে ফেরেন তিনি।

শেষদিকে দলকে জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নাঈম ইসলাম ও খালিদ হাসান। ৬৭ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন নাঈম, ৩৩ বলে ৪২ রান আসে খালিদের ব্যাটে। এ ছাড়া ২৫ বলে ২৩ রান করেন ইলিয়াস সানি।

৯ ম্যাচে ৫ জয় পাওয়া গুলশান ১১ পয়েন্ট নিয়ে এখন আছে পয়েন্ট টেবিলের চারে, ৯ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ধানমন্ডি আছে আটে।

আরবি/আরডি

Link copied!