ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞ অব্যাহত রয়েছে। এতে প্রতিদিনই বাড়ছে লাশের মিছিল। ইসরায়েলি বাহিনীর এমন বর্বর হামলায় সারা বিশ্বে উঠেছে নিন্দার ঝড়।
ক্রীড়াঙ্গনেও দেখা গেছে একই ধারাবাহিকতা। গতকল ফ্রেঞ্চ ক্লাব পিএসজির ম্যাচে দলটির সমর্থকরা ফিলিস্তিনের সমর্থনে মাঠে স্লোগান দিয়েছেন।
এবার বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত সদস্য পেসার নাহিদ রানা ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতার প্রতিবাদ জানিয়েছন।
নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি লেখেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার ওপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’
উল্লেখ্য, গত ১৮ মার্চ ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় আবারও ব্যাপক হামলা শুরু করে। সে সময় থেকে এখন পর্যন্ত, গাজার প্রতিদিন গড়ে অন্তত ১০০ শিশুকে হত্যা করেছে দখলদার বাহিনী। একই সঙ্গে সেখানে এক মাস ধরে পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে দখলদাররা। এতে সেখানকার পরিস্থিতি ‘দমবন্ধকর’ হয়ে পড়েছে।
আপনার মতামত লিখুন :