সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

ফুলহ্যাম ঝড়ে থামলো লিভারপুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৫, ০৯:৫৬ পিএম

ফুলহ্যাম ঝড়ে থামলো লিভারপুল

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চলতি মৌসুমটা দারুণ কাটাচ্ছে লিভারপুল। ‍টানা ২৬ ম্যাচে অপরাজিত ছিল দলটি। তবে সেই জয়ের রথ এবার থামলো। ফুলহ্যামের কাছে ৩-২ গোলে হেরেছে মোহাম্মদ সালাহরা।

রোববার (৬ এপ্রিল) প্রতিপক্ষ ফুলহ্যামের আতিথ্য নেয় লিভারপুল। যেখানে অবিশ্বাস্যভাবে ১৪ মিনিটের মধ্যে লিভারপুলের জালে তিনবার বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফুলহ্যাম। পরবর্তীতে আর ম্যাচে ফিরতে পারেনি অল রেডরা।

এদিন অবশ্য শুরুটা ভালোই করে লিভারপুল। ম্যাচের ১৪তম মিনিটে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেয় আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সসিস ম্যাক এলিস্টার। তবে সেই সুখ দীর্ঘ স্থায়ী হয়নি অল রেডদের।

১০ মিনিট পরেই ম্যাচে ফেরে ফুলহ্যাম। ২৩তম মিনিটে আন্দ্রেয়াস পেরেইরার ক্রস ডি-বক্সে পেয়ে ক্লিয়ার করতে ব্যর্থ হন কার্টিস জোন্স, উল্টো তার ঊরুতে লেগে বল চলে যায় সেসেনিয়ান কাছে। যা মিস করতে করতে ভোলেনি এই ইংলিশ মিডফিল্ডার। জোরালো শটে বলটি জালে জরান তিনি।

দ্বিতীয় গোলটি অবশ্য নিজেদের ভুলেই হজম করতে হয়েছে লিভারপুলকে। ৩২ মিনিটে ডিফেন্ডারদের ভুলে এবার বল জালে জড়ান নাইজেরিয়ার ফরোয়ার্ড আলেক্স আইওবি।

ম্যাচের ৩৭ তম মিনিটে কর্ণার থেকে উড়ে আসা বল জালে ফুলহ্যাম ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ।

দ্বিতীয়ার্ধে লুইস দিয়াস ব্যবধান কমিয়ে আশা জাগালেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল। ফলে মৌসুমের দ্বিতীয় হার দেখতে হয়েছে দলটিকে।

তবে এ ম্যাচ হারলেও শিরোপার লড়াইয়ে ঠিকই এগিয়ে আছে অল রেডরা। ৩১ ম্যাচে ২২ জয় ও ৭ ড্রয়ে ৭৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে তারা। সমান ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।

Link copied!