সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন নাসির

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ১০:৪০ এএম

নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন নাসির

ছবি: সংগৃহীত

ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সময় তথ্য গোপন করায় আইসিসির নিষেধাজ্ঞার শিকার হয়েছিলেন নাসির হোসেন। তবে সেই বিতর্কিত সময় পেছনে ফেলে আবারও ক্রিকেটে ফিরে এসেছেন এই অলরাউন্ডার। ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে মাঠে তার প্রত্যাবর্তন হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) ডিপিএলে গাজি গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছে রূপগঞ্জ টাইগার্স। এই ম্যাচে রূপগঞ্জের হয়ে খেলছেন নাসির। টস জিতে রূপগঞ্জ শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের একাদশে স্থান পেয়েছেন নাসির।

এর আগে ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির, কিন্তু তিনি এই তথ্য গোপন করেন। এরপর আইসিসি ওই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে এবং শেষ পর্যন্ত নাসির তার অপরাধ মেনে নেন।

আর সেই তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল, যার মধ্যে ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা ছিল। শাস্তির সেই শর্ত পূরণ হওয়ায় গতকাল নাসিরের ওপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে।

গাজি গ্রুপ ক্রিকেটার্স একাদশ-

আব্দুল মজিদ, অমিত মজুমদার, আল আমিন (অধিনায়ক), ফয়সাল আহমেদ রায়হান, হোসনে হাবিব, আওলাদ হোসাইন জীবন, নোহায়েল সানদিদ, মহিউদ্দিন তারেক, আসাদুল্লাহ আল গালিব, আরিফুল হক ও নাসির হোসেন।

আরবি/এফআই

Link copied!