ঢাকা সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

পাকিস্তানে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দাপট

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের আগে প্রস্তুতি ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

গতকাল রোববার লাহোরে অনুষ্ঠিত এই প্রস্তুতি ম্যাচে, স্কটল্যান্ড প্রথমে ব্যাটিং করে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে। তবে বাংলাদেশের নারী ক্রিকেট দল খুব সহজেই এই লক্ষ্য টপকে যায়। ৫১ বল এবং ৫ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।

এদিন বাংলাদেশের হয়ে সোবহানা মোস্তারী ৫৭ রানের অপরাজিত ইনিংস খেলেন এবং দলকে জয় উপহার দেন। এছাড়া ফারজানা হক ৪৮ রান করেন, রিতু মনি ৩৪ রান করেন এবং ইশমা তানজিম ২৬ রান করেন।

স্কটল্যান্ডের হয়ে তিন ব্যাটার হাফ সেঞ্চুরি হাঁকান। সারাহ ব্রেইস ৫৮ রান, ডার্সি কার্টার ৫৫ রান এবং ক্যাথেরেইন ফ্রেজার ৫২ রান করেন। তবে বাংলাদেশের বোলিংয়ে রিতু মনি দুটি উইকেট এবং মারুফা আক্তার একটি উইকেট তুলে নেন।

বাংলাদেশ নারী দলের পরবর্তী ম্যাচ ১০ এপ্রিল, থাইল্যান্ডের বিরুদ্ধে নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে। এর আগে ৮ এপ্রিল আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ থাকবে তাদের।