মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে টরেন্টোর বিপক্ষে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে পিছিয়ে পড়েছিল ইন্টার মায়ামি। তবে মিনিট দু’য়েক পরেই মায়ামিকে সমতায় ফেরান লিওনেল মেসি। যে গোলের মাধ্যমে ঘরের মাঠে হার এড়িয়েছে হ্যাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা।
সোমবার (৭ এপ্রিল) মেজর লিগ সকারের গুরুত্বপূর্ণ ম্যাচে টরেন্টোর এফসির মুখোমুখি হয় ইন্টার মায়ামি। যেখানে মেসির গোলে ১-১ এ সমতায় থেকে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
এদিন দুই গোলই আসে ম্যাচের প্রথমার্ধে। টরন্টোর হয়ে প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন সাবেক জুভেন্টাস উইঙ্গার ফেদেরিকো বার্নার্দেস্কি। তবে টরেন্টোর সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করেন মেসি। যদিও এর আগে প্রথমার্ধের ৪১ তম মিনিটে আরেকটি গোল করেছিলেন এই আর্জেন্টাইন। তবে সেটি ভিএআর এ বাতিল হয়ে যায় সেই গোলটি।
দ্বিতীয়ার্ধের বাকি সময়েও দুই একাধিক চেষ্টা করলেও শেষ পর্যন্ত আর কোন দলই গোল পায়নি। ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দু’দল।
এ ড্রয়ের পর লিগে ৬ ম্যাচ শেষে মায়ামির সংগ্রহ ১৪ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ বেশি খেলে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে কলোম্বাস।