সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

কে হচ্ছেন শান্তদের নতুন কোচ?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৪:০৬ পিএম

কে হচ্ছেন শান্তদের নতুন কোচ?

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে রদবদলের হাওয়া লাগার সম্ভাবনা জেগেছে বেশ কয়েকদিন ধরেই। বিসিবি সূত্রে জানা গিয়েছিল শান্ত-মিরাজদের জন্য নতুন বোলিং এবং ফিল্ডিং কোচের সন্ধানে আছে সংস্থাটি।

সেই ধারাবাহিকতায় এবার টাইগারদের কোচিং প্যানেলে যুক্ত হতে যাচ্ছে একাধিক নাম। জানা গেছে, টাইগারদের বোলিং কোচের দায়িত্বের জন্য একাধিক নাম বিবেচনায় রেখেছে বিসিবি। তবে আসছে জিম্বাবুয়ে সফরে নতুন কোচদের নিয়োগ সম্পন্ন হবে কি না সেই বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিসিবি সূত্র বলছে, টাইগারদের বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন শন টেইট। এ ছাড়াও এই ভূমিকায় সাবেক কোচ অ্যালান ডোনাল্ড, ওমর গুল এবং ওটিস গিবসনের নাম আছে আলোচনায়।

এদিকে সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টাইগারদের দায়িত্ব ছাড়েন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমেট। এরপর থেকেই এই পদটি খালি আছে। এখন নতুন করে এই পদে কোচ নিয়োগ দেওয়ার চিন্তা করছে বিসিবি।

সূত্র বলছে, মুম্বাই ইন্ডিয়ান্সের সাবেক ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট নিতে পারেন টাইগারদের দায়িত্ব। যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।

এ ছাড়াও সহকারী কোচ পদেও আসতে পারে রদবদল। এ পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন নিক পোথাস। তবে তার চাকরি ছাড়ার পর থেকে এখন পর্যন্ত অফিসিয়ালি সেই পদ শূন্য।

আরবি/আরডি

Link copied!