সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫

নাসিরের প্রত্যাবর্তনের দিনে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৫:২৯ পিএম

নাসিরের প্রত্যাবর্তনের দিনে রূপগঞ্জ টাইগার্সের সহজ জয়

ছবি: সংগৃহীত

নিষেধাজ্ঞা কাটিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্সের হয়ে খেলায় ফিরেছেন নাসির হোসেন। নাসিরের এই প্রত্যাবর্তনের দিনে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারিয়েছে তার দল। 

সোমবার (৭ এপ্রিল) শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে গাজী গ্রুপকে ব্যাটিং এ পাঠায় রূপগঞ্জ। এদিন নির্ধারিত ৫০ ওভারের আগেই শেষ হয়ে যায় যায় গাজী গ্রুপের ইনিংস। স্কোর বোর্ডে ১৫৯ রান তুলেই সাজঘরে ফেরেন সব ব্যাটার। জবাবে ৯৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স। 

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ ক্রিকেটার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ বলে ৩১ রান করেন মোহাম্মদ তাহজিবুল ইসলাম। এছাড়া ৪২ বলে ২৪ রান করেন শামিম মিয়া।

রূপগঞ্জ টাইগার্সের হয়ে ৩ উইকেট শিকার করেছেন মহিউদ্দিন তারেক। ২টি করে উইকেট নেন এ কে এম হুসনা হাবিব মেহেদী এবং ফয়সাল। ১টি করে উইকেট তোলেন জীবন, নুহায়েল সানদিদ এবং নাসির হোসেন। এদিন ফিল্ডিংয়েও দুর্দান্ত ছিলেন নাসির। 

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তাড়াহুড়ো করেনি রূপগঞ্জের ব্যাটাররা। আবদুল মজিদ এবং অমিত মজুমদারের ব্যাটে দারুণ শুরু পায় রূপগঞ্জ টাইগার্স। ৫৩ রানের ইনিংস খেলে বিদায় নেন মজিদ। দলের ১৪০ রানের মাথায় আউট হওয়া অমিত খেলেছেন ৯৮ বলে ৭৬ রানের ইনিংস। 

শেষদিকে দীর্ঘ বিরতির পর মাঠে ফেরা নাসির হোসেনের ১১ বলে ৯ রান এবং আসাদুল্লাহ আল গালিব ৯ বলে ১৩ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৯৯ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় রূপগঞ্জ টাইগার্স।
 

আরবি/আরডি

Link copied!