ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে বিপর্যস্ত মানবিকতা। ক্রমাগত হামলায় রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। সবশেষ গত ২০ দিনে ফিলিস্তিনে প্রাণ হারিয়েছে নারী-শিশুসহ অন্তত ৫০ হাজার।
বিপর্যস্ত এই মানবিক পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বিশ্বের অগণিত মানুষ। যার ব্যাতিক্রম নয় বাংলাদেশেও। হাজার মাইল দূরে বসেও নিপীড়িত এসব মানুষের হয়ে কথা বলেছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জনপ্রিয় মানুষরা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের জন্য প্রার্থনা করেছে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ কিংবা জামাল ভূঁইয়ারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রাফিকাল ছবি পোস্ট করে মাহমুদউল্লাহ আল্লাহর একাধিক গুণবাচক নাম সামনে এনে প্রার্থনা করেছেন ফিলিস্তিনের জন্য। তাদের রক্ষা এবং বিজয় অর্জনের দোয়ার বাণী ফুটে উঠেছে তার লেখায়।
ফিলিস্তিনের পতাকার ছবি পোস্ট করে মুশফিকুর রহিম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘হে আল্লাহ, পুরো পৃথিবীর নির্যাতিতদের সাহায্য করো। হে আল্লাহ, তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সহয়তাকারী এবং শক্তিদানকারী হয়ে ওঠো।’
জাতীয় দলের পেসার তাসকিন নিজের ফেসবুক স্ট্যাটাসে বাংলা ও ইংরেজি দুই ভাষায় লিখেছেন, ‘একজন মানুষ ও মুসলমান হিসেবে আমি ফিলিস্তিনের নির্যাতিত মানুষের পাশে আছি। শান্তি, ন্যায়বিচার ও মানবতার জয় হোক—এই প্রার্থনা।’
পেসার নাহিদ রানা একাধিক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এই নিষ্ঠুরতার ভার আমাদের সবার উপর। একদিন আমাদের সবাইকে ইতিহাসের কক্ষে দাঁড়াতে হবে।’
আরেক পেসার শরিফুল ইসলাম লিখেছেন, “যে ব্যক্তি একটি নির্দোষ মানুষকে হত্যা করে, সে যেন গোটা মানবজাতিকে হত্যা করলো।" – (সূরা মায়েদা: ৩২) । ‘ফিলিস্তিনে প্রতিদিন নিরীহ মানুষের রক্ত ঝরছে। ওরা আমাদের ভাই, ওরা আমাদের আত্মীয়।’
ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে নুরুল হাসান সোহানের মন্তব্য, ‘ফিলিস্তিন যতদিন মুক্ত না হচ্ছে, আমাদের সবার স্বাধীনতা অসম্পূর্ণ।’
এদিকে ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের আগের খেলার কয়েকটি ছবি পোস্ট করে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া লিখেছেন, ‘তোমরা সব সময় আমাদের মনে ও হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ‘দোয়া’ ও ভালোবাসার ‘লাভ’ ইমোজি।