চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পরই সাদা বলে ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন জস বাটলার। এরপর থেকেই ইংল্যান্ড দলের পরবর্তী অধিনায়ক কে হবেন তা নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়। তবে সেই জল্পনার এবার অবসান ঘটছে। ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে এখন থেকে ইংলিশদের নেতৃত্বে থাকবেন ব্রুক।
এর আগে ইংল্যান্ড ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক ছিলেন ২৬ বছর বয়সী ব্রুক। তাছাড়া বাটলারের অনুপস্থিতিতে বেশ কয়েকবার ইংল্যান্ড দলের নেতৃত্বে দেখা গিয়েছিল ব্রুককে।
এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্রুককে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এনিয়ে নতুন অধিনায়ক ব্রুক জানিয়েছেন, ‘সাদা বলে ইংল্যান্ডের অধিনায়ক হয়ে আমি অনেক সম্মানিত অনুভব করছি। একজন বাচ্চা হিসেবে যখন থেকে আমি বার্নলিতে খেলছি, তখন থেকেই আমার স্বপ্ন ছিল ইয়র্কশায়ারের হয়ে খেলব, ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করব এবং হয়ত কখনও ইংল্যান্ডকে নেতৃত্ব দেব। সেই স্বপ্ন এখন পূরণ হওয়ার ব্যাপারটি আমার কাছে অনেক বড় ব্যাপার।’
উল্লেখ্য, ২০২২ সালে জাতীয় দলে অভিষেকের পর থেকেই ইংল্যান্ড দলে নিয়মিত মুখ ব্রুক। বিশেষ করে টেস্ট ও টি-টোয়েন্টিতে ফর্মের তুঙ্গে আছেন এই ক্রিকেটার। আইসিসির টেস্ট র্যাংকিংয়ে ব্যাটারদের মধ্যে শীর্ষেও উঠেছিলেন। বর্তমানে শীর্ষস্থান হারিয়ে দুইয়ে ব্রুক, ১ নম্বরে আছেন ব্রুকের সতীর্থ জো রুট।
অধিনায়কের বিবেচনায় হ্যারি ব্রুক ছাড়াও আলোচনায় ছিল বেন স্টোকস, ফিল সল্ট এবং লিয়াম লিভিংস্টোনদের নামও। তবে শেষমেশ ব্রুককেই বেছে নিয়েছে ইংল্যান্ড।
মে মাসের শেষ দিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ দিয়ে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন হ্যারি ব্রুক।