মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫
আইপিএল ২০২৫

অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে কারা এগিয়ে

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৭:৪৩ পিএম

অরেঞ্জ ও পার্পল ক্যাপের দৌড়ে কারা এগিয়ে

ছবি: সংগৃহীত

চলছে আইপিএলের ১৮ তম আসর। ১০ দলের জমজমাট এই টুর্নামেন্টের ২০ তম ম্যাচে আজ সোমবার (৭ এপ্রিল) মুম্বাইয়ের মুখোমুখি হবে র‌য়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু।

এরই মধ্যে চার-ছক্কার ফুলঝুড়িতে জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিলের লড়াই। পাশাপাশি আলাদাভাবে লড়াই জমে উঠে উঠেছে ব্যাটার ও বোলারদের মধ্যেও।

আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহককে সাধারণত অরেঞ্জ ক্যাপ এবং সর্বোচ্চ উইকেট শিকারিকে পার্পল ক্যাপ দেওয়া হয়। যা তারা ফিল্ডিংয়ের সময় মাথায় নিয়ে মাঠে নামে। ফিল্ডিংয়ের সময় মাথায় ওই ক্যাপ নিয়ে নামার আলাদা একটা মাহাত্ম্যও আছে।

সর্বোচ্চ রান সংগ্রাহকের জন্য অরেঞ্জ ক্যাপ আর সবচেয়ে বেশি উইকেট পাওয়া বোলারের পার্পল ক্যাপ—এই দুটিতে এখন পর্যন্ত কারা এগিয়ে, চলুন দেখে নেওয়া যাক সেটাই।

সর্বোচ্চ রান সংগ্রাহক

আইপিএলের ২৮ তম আসরের শুরু থেকেই ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন লখনৌ সুপার জায়ান্টসের নিকোলাস পুরান। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচে ২১৮.৪৭ স্ট্রাইকরেটে ২০১ রান করে তালিকার শীর্ষে আছেন এই ক্যারিবিয়ান।

পুরানের পরই দ্বিতীয় অবস্থানে আছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন। ৪ ম্যাচ খেলে এই ব্যাটার করেছেন ১৯১ রান।

তালিকার তৃতীয় স্থানে আছেন লখনৌ সুপার জায়ান্টসের আরেক ব্যাটার মিচেল মার্শ। তিন ফিফটিতে ৪ ম্যাচে ১৮৪ রান করেছেন এই হার্ডহিটার।

তবে মিচেল মার্শকে আজ টপকে যাওয়ার সুযোগ থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের সহ অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে। ১৭১ রান করে তালিকার চতুর্থ স্থানে আছেন তিনি। এছাড়াও ১৬৬ রান করে পঞ্চম স্থানে আছেন গুজরাটের জস বাটলার।

সর্বোচ্চ ইউকেট শিকারি

আইপিএলের এবারের আসরের শুরু থেকেই বল হাতে দুর্দান্ত করছেন চেন্নাই সুপার কিংসের আফগান স্পিনার নূর আহমেদ। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন তিনি। নুরের গড় ১১.৮০, ইকোনমি ৭.৮৬। সেরা ফিগার ১৮ রানে ৪ উইকেট।

সমান সংখ্যক ম্যাচ খেলে ৯ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন গুজরাট টাইটান্সের পেসার মোহাম্মদ সিরাজ। এক ম্যাচ কম খেলে সিরাজের সমান ৯ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন মিচেল স্টার্ক।

এ তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন যথাক্রমে শাই কিশোর (গুজরাট টাইটান্স) এবং হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ান্স)। তারা দুজনেই নিয়েছেন সমান ৮টি করে উইকেট।

আগামী ২৫ মে কলকাতার ইডেন গার্ডেনসে হবে এবারের আইপিএলের ফাইনাল। তাই শেষ পর্যন্ত অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপের দৌড়ে কারা টিকে থাকেন তা এখনই বলা মুশকিল।

আরবি/আরডি

Link copied!