বেশ কয়েকদিন থেকেই বাংলাদেশ জাতীয় দলের কোচিং প্যানেল নিয়ে নানা জল্পনা সৃষ্টি হয়েছিল। শান্ত-মিরাজদের বোলিং এবং ফিল্ডিং কোচ খুঁজতে গত কয়েকদিন থেকেই মরিয়া চেষ্টা করে যাচ্ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের পর টাইগারদের দায়িত্ব ছাড়েন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমেট। এরপর থেকেই এই পদটি খালি ছিল। তবে শান্ত-মিরাজদের জন্য এবার নতুন ফিল্ডিং কোচ নিয়োগ দিল বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। নতুন ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বিসিবি।
আজ সোমবার (৭ এপ্রিল) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। চলতি মাসের শেষ দিকে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন নতুন ফিল্ডিং কোচ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে বিসিবি।
নিয়োগের বিষয়ে প্যামেন্ট বলেন, ‘বাংলাদেশের মতো একটি দারুণ প্রতিভাবান দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি খুব উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি।’
এর আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। যেখানে তার মূল দায়িত্ব ছিল ফিল্ডিং ও রানিং বিটুইন দ্য উইকেট নিয়ে কাজ করা। এছাড়াও যুক্তরাষ্ট্রের ফিল্ডিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন তিনি।
উল্লেখ্য, পেশাদার ক্রিকেটে ১৪টি প্রথম শ্রেণি ও ৩৩টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে এই সাবেক এই ইংলিশ ক্রিকেটারের।
আপনার মতামত লিখুন :