মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৫, ০৯:১৬ পিএম

দুর্ভাগ্য পিছু ছাড়ছে না পাকিস্তানের

ছবি: সংগৃহীত

স্লো ওভাররেট যেন পাকিস্তানের পিছু ছাড়ছে না। এই নিয়ে টানা তিন ম্যাচে স্লো ওভাররেটের দায়ে অভিযুক্ত হলো পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে স্লো ওভাররেটের কারণে আইসিসির সাজা পেয়েছে পাকিস্তান।

জরিমানা দিয়েই যাচ্ছে পাকিস্তান।নির্ধারিত সময়ের মধ্যে বোলিংয়ের ওভার শেষ করতে পারেনি পাকিস্তান। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.২২ ধারা অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে ওভার শেষ করার নির্দেশনা আছে। সেখানে ব্যর্থ হওয়ায় এবার সাজা পেয়েছে পাকিস্তান।

নির্দিষ্ট সময়ে এক ওভার কম করেছিল পাকিস্তান। দুই অনফিল্ড আম্পায়ার পল রাইফেল, ক্রিস ব্রাউনের সাথে তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার ওয়েইন নাইটস পাকিস্তানের বিরুদ্ধে সে অভিযোগ আনেন। ম্যাচ রেফারি জেফ ক্রো দিয়েছেন সাজা। এক ওভার পিছিয়ে থাকার কারণে নিয়ম অনুযায়ী পাকিস্তানের ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নিজেদের ভুল স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান তাই কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এই নিয়ে টানা তিন ম্যাচে স্লো ওভাররেটের কারণে জরিমানার মুখে পড়লো পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। ওয়ানডে সিরিজে হয়েছে হোয়াইটওয়াশ, হেরেছে ৩-০ ব্যবধানে। তিন ম্যাচেই দাপুটে ক্রিকেট খেলে সিরিজ নিজেদের করে নিয়েছে কিউইরা।

নিউজিল্যান্ড সফর শেষে এবার দেশে ফেরার পালা পাকিস্তানের। দেশে ফিরে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন পাকিস্তানের ক্রিকেটাররা।

আরবি/আরডি

Link copied!