লা লিগার ম্যাচে ইংরেজিতে অশ্রাব্য শব্দ উচ্চারণ করে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুড ব্যালিংহাম। যদিও রেফারির ভুল বোঝার পরই সেবার এই নিষেধাজ্ঞায় পড়তে হয়েছিল তরুণ এই ফুটবলারকে।
এবার আবরও নিষেধাজ্ঞার শঙ্কায় পড়েছেন এই রিয়ালের এই ইংলিশ তারকা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে লিগে ২-১ গোলে হারের ম্যাচে আচরণবিধি ভেঙেছেন তিনি। এদিন নিজের ওপর বিরক্ত হয়ে ভিএআর মনিটরে লাথি মারেন তিনি। আর এতেই আরও একবার শাস্তি পেতে পারেন তিনি।
লা লিগার নিয়ম অনুযায়ী, যদি কোন খেলোয়াড় মাঠে কোন উপকরণ ইচ্ছাকৃত নষ্ট করেন সেক্ষেত্রে তাকে সাজার আওতায় আসতে হবে। তার বিরুদ্ধে রিপোর্ট হওয়া সাপেক্ষে এক থেকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে তাকে। এছাড়া জরিমানা ও তিরস্কারের বিধানও রয়েছে।
উল্লেখ্য, লা লিগার টাইটেল রেসে প্রতিপক্ষ বার্সেলোনার সাথে সমানে সমানে টক্কর দিচ্ছে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টে তাদের বাকি আছে ৮ ম্যাচ। বার্সার থেকে সমান ম্যাচে ৪ পয়েন্ট পিছিয়ে থাকায় এই ৮ ম্যাচই রিয়ালের জন্য ফাইনাল। তাছাড়া বার্সার মাঠে ‘এল ক্লাসিকো’ তেও মুখোমুখি হতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের। এই অবস্থায় দলের মাঝ মাঠের প্রাণ বেলিংহাম নিষেধাজ্ঞায় পড়লে বড় ধাক্কা খাবে ‘গ্যালাক্টিকো’রা।
আপনার মতামত লিখুন :