ইসরায়েলের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে বিপর্যস্ত মানবিকতা। ক্রমাগত হামলায় রীতিমতো ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা। সবশেষ গত ২০ দিনে ফিলিস্তিনে প্রাণ হারিয়েছে নারী-শিশুসহ অন্তত ৫০ হাজার।
বিপর্যস্ত এই মানবিক পরিস্থিতিতে ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছে বিশ্বের ক্রীড়াঙ্গনের তারকারা। ব্যতিক্রম ঘটেনি বাংলাদেশেও। মুশফিক, মাহমুদুল্লাহরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন অমানবিকতার প্রতিবাদ আর সংহতি দিয়ে পোস্ট করেছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা।
রোববার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি লেখেন, ‘হোক প্রতিবাদ, মুক্ত হোক মানবতা।’ সঙ্গে দিয়েছেন দুটি হ্যাশট্যাগ— #prayforGaza ও #FreePalestine।
উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর মতে, গত দেড় বছরে গাজায় প্রাণ হারিয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ। আহত হয়েছেন আরও লক্ষাধিক। গত মার্চ মাসে যুদ্ধবিরতি ভঙ্গের পর থেকে নতুন করে প্রাণহানির সংখ্যা বাড়ছে।
আপনার মতামত লিখুন :