বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫
আইপিএল ২০২৫

ওয়াংখেড়েতে ১০ বছরের আক্ষেপ মেটাল ব্যাঙ্গালুরু

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৮:৫৯ এএম

ওয়াংখেড়েতে ১০ বছরের আক্ষেপ মেটাল ব্যাঙ্গালুরু

ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরে চেপক স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এরপর ১৭ মৌসুম পর সেই আক্ষেপ ঘুচেছে এবার। আইপিএল এর ১৮তম আসরে চেন্নাইকে তাদের মাঠে ৫০ রানে হারিয়েছিল রজত পাতিদারের ব্যাঙ্গালুরু।  

এবার তেমনই আরও একটি আক্ষেপ পূরণ হলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। দীর্ঘ ১০ বছর পর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে তারা।

সোমবার (৭ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাইয়ের মুখোমুখি হয়েছিল ব্যাঙ্গালুরু। যেখানে শেষ ওভারের নাটকীয়তায় মুম্বাইকে ১২ রানে হারিয়েছে ব্যাঙ্গালুরু।

এদিন শুরুতে টস হেরে ব্যাট করতে নামা ব্যাঙ্গালুরুর শুরুটা হয় ধীরস্থির। প্রথম ১২ ওভারে তারা তোলে ৯৯ রান। তবে শেষদিকে ২২ গজে ঝড় তোলেন বিরাট কোহলি, জিতেশ শর্মা এবং অধিনায়ক রজত পাতিদার।

কোহলি ৪২ বলে ৬৭ রান করেন। ৩২ বলে ৫ চার এবং ৪ ছয়ে ৬৪ রান করেন অধিনায়ক পাতিদার। আর  শেষদিকে জিতেশ শর্মার ১৯ বলে ৪০ রানে বিধ্বংসী ইনিংসে ভর করে ৫ উইকেটে ২২১ রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু।

এদিন চোট কাটিয়ে ফেরা মুম্বাইয়ের পেসার জসপ্রিত বুমরাহ ছিলেন অনেকটাই নিষ্প্রভ। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট এবং হার্দিক পান্ডিয়া। ১ উইকেট নেন বিগনেশ পুঠুর।

জবাব দিতে নেমে মুম্বাইয়ের হয়ে ওপেনিং জুটিতে ২১ রান তোলেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। ৯ বলে ১৭ রানের ক্যামিও খেলে বিদায় নেন রোহিত। রিকেলটন ১০ বলে ১৭ রান করে দলের ৩৮ রানের মাথায় থেমেছেন।

এরপর উইল জ্যাকসকে নিয়ে বড় জুটি গড়ার চেষ্টা করেন সূর্যকুমার যাদব। তবে তাদের জুটি বড় হয়নি। ব্যক্তিগত ২২ রানে জ্যাকসকে আউট করেন হার্দিক পান্ডিয়া।

৯৯ রানে ৪ উইকেট হারানোর পর মুম্বাইয়ের হয়ে হাল ধরেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ের সুবাদে আবারও আশা জেগে ওঠে মুম্বাইয়ের। এই দুইজন মিলে গড়েন ৮৯ রানের জুটি।

এ দুই ব্যাটারের বড় জুটিতে জয়ের আশা দেখতে থাকা মুম্বাইকে আশাহত করেন ভুবনেশ্বর কুমার। মুম্বাইয়ের ১৮৮ রানের মাথায় ২৯ বলে ৫৬ রান করা তিলক বর্মাকে থামান তিনি।

শেষ দুই ওভারে জয়ের জন্য মুম্বাইয়ের দরকার ছিল ২৮ রান। তবে এবার ব্যাঙ্গালুরুর ত্রাণকর্তা হয়ে আসেন ক্রুনাল পান্ডিয়া। ২৯ বলে ৫৬ রান করা মুম্বাই অধিনায়ক সাজঘরে ফেরেন তার ভাইয়ের ঘূর্ণিতেই। এরপর আর ধাক্কা সামাল দিতে পারেনি মুম্বাই। ফলে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২০৯ রানে থামে মুম্বাইয়ের ইনিংস।

আরসিবির হয়ে ৪ উইকেট শিকার করেছেন ক্রুনাল পান্ডিয়া। ২টি করে উইকেট নেন জশ হ্যাজলউড এবং যশ দয়াল। ১টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার।

আরবি/আরডি

Link copied!