ক্রিকেট মাঠে সম্প্রতি দারুণ সময় কাটাচ্ছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছে তারা। এ ছাড়া সবশেষ ঘরের মাঠে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে কিউইরা। দুর্দান্ত এই সময়ের মধ্যেই টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন নিউজিল্যান্ডের প্রধান কোচ গ্যারি স্টিড।
আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের কোচ বলেন, ‘সফর থেকে আপাতত দূরে সরে থাকতে চাইছি। কম অভিজ্ঞতাসম্পন্ন দল নিয়ে মৌসুমটা শেষ করার দিকেই মনোযোগ দিয়েছিলাম। গত ছয়-সাত মাসে অনেক ব্যস্ত সময় গেছে। সেপ্টেম্বর থেকে একটানা ক্রিকেট চলছে।’
সাদা বলের দায়িত্ব থেকে পদত্যাগ করলেও টেস্ট ক্রিকেটের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি স্টিড। এ নিয়ে বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ‘এখন আমার বিকল্প যা আছে, তা নিয়ে মূল্যায়ন করতে চাই। তবে মনে হচ্ছে কোচিং করানোর মতো কিছু ব্যাপার এখনো বাকি রয়েছে। যদিও সেটা সব সংস্করণে প্রধান কোচ হিসেবে নয়। আমার স্ত্রী, পরিবার ও অন্যান্য সদস্যের সঙ্গে আগামী মাসে এ ব্যাপারে আলোচনা করার সুযোগটা বেশি পাব। টেস্টের কোচ হিসেবে পুনরায় আবেদন করব কি না, সেটা তখন আরও ভালো বলতে পারব।’
উল্লেখ্য, ২০১৮ সালে নিউজিল্যান্ড দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই দলটিকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন স্টিড। তার অধীনেই ২০২১ সালে প্রথমবারের মতো আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতে নিউজিল্যান্ড। এ ছাড়া ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে কিউইরা রানার্সআপ হওয়ার কৃতিত্ব অর্জন করেছে তার অধীনেই।
আপনার মতামত লিখুন :