ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ক্রিকেটারদারদের জরিমানার বিষয়টি হয়ে উঠেছে নিত্যদিনের ঘটনায়। প্রায়ই নিয়ম ভঙ্গের অভিযোগে কোনো না কোনো ক্রিকেটারকে জরিমানা করছে আইপিএল কর্তৃপক্ষ।
এবার ‘স্লো ওভার রেটের’ কারণে জরিমানার মুখে পড়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক রজত পতিদার। সোমবার (৭ এপ্রিল) মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে ধীর গতিতে ওভার সম্পন্ন করার অভিযোগে ১২ লাখ টাকা জরিমানা করা হয় তাকে।
আইপিএলের ১৮তম আসরে এটিই প্রথম নয়। এর আগেও একই অপরাধে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ এবং মুম্বাইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে সমান শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ।
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে এদিন শেষদিকের নাটকীয়তায় ১২ রানে ম্যাচ জেতে ব্যাঙ্গালুরু। তবে এ সময় ১৯তম ওভারে ক্রুনাল পান্ডিয়ার ওভারের আগে বেশ সময় নেন রজত।
এ নিয়ে ব্যাঙ্গালুরু কোচ সঞ্জয় বাঙ্গার বলেন, ‘ক্রুনালকে শেষ ওভারের জন্য রেখে দেওয়া ছিল একদম সঠিক পরিকল্পনা। ১৯তম ওভারে হ্যাজেলউডের হাতে রান কম থাকায়, তাকে আগেই ব্যবহার করাটা কৌশলী সিদ্ধান্ত ছিল।’
উল্লেখ্য, আগে স্লো ওভার রেটের শাস্তি স্বরূপ অধিনায়কদের এক ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হতো। তবে এ বছর আইপিএল শুরুর আগে বেশ কয়েকটি নতুন নিয়ম আনে আইপিএল কর্তৃপক্ষ। যেখানে স্লো ওভার রেটের কারণে অধিনায়কের নিষেধাজ্ঞার নিয়ম বাতিল করেছে।
আপনার মতামত লিখুন :