ভুটানের নারী ফুটবল লিগে আগেই সুযোগ পেয়েছিলেন সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মাতসুশিমা সুমাইয়াসহ ৬ নারী ফুটবলার। এরই মধ্যে ম্যাচ খেলতে ভুটানে অবস্থান করছেন তারা। এবার আরও চার বাংলাদেশি নারী ফুটবলার সুযোগ পাচ্ছেন এই টুর্নামেন্টে।
জানা যায়, টুর্নামেন্টে থিম্পু সিটির হয়ে খেলবেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা ও শামসুন্নাহার। এ ছাড়া ট্রান্সপোর্ট ইউনাইটেডে নাম লিখিয়েছেন কৃষ্ণা রানী সরকার।
বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কৃষ্ণা, সানজিদা, শামসুন্নাহার, মারিয়া মান্দাদের ছাড়পত্র দিয়ে দিয়েছে বাফুফে। ফলে তারা যাচ্ছে, এটা চূড়ান্তই। থিম্পু সিটি কৃষ্ণা, সানজিদা, মারিয়ার সঙ্গে শামসুন্নাহার জুনিয়রকে চেয়েছিল। কিন্তু সে যাবে না। তার জায়গায় শামসুন্নাহার সিনিয়রকে নিয়েছে ক্লাবটি।’
উল্লেখ্য, টুর্নামেন্টে পারো এফসির হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন, ঋতুপর্না চাকমা, সুমাইয়া ও মনিকা চাকমা। আর ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপ্না চাকমা।