ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৪:১১ পিএম
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নতুন ঘোষিত এই দলে পেসার তাসকিন আহমেদের ইনজুরিতে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন তানজিম সাবিক। এছাড়া পিএসএল খেলতে যাওয়া দলের অভিজ্ঞ ব্যাটার লিটন দাসকে রাখা হয়নি স্কোয়াডে।

ঘোষিত স্কোয়াডে নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম ও নাইম হাসানের মতো নিয়মিত মুখ। ফেরানো হয়েছে ওপেনার সাদমান ইসলামকেও।

বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে দু’টি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল।