ফুটবল ছাড়াও বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন। ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন দেশে তার বাণিজ্যিক কার্যক্রম রয়েছে, বিশেষ করে লিসবন, মরক্কো, মাদেইরাসহ আরও বেশ কিছু শহরে। তার মালিকানাধীন ‘দ্য হোটেল পেস্তানা সিআরসেভেন’ নামে রেস্টুরেন্টও রয়েছে একাধিক দেশে। সম্প্রতি রোনালদোর সেই হোটেলের মরক্কোর ব্রাঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
পর্তুগিজ সংবাদপত্র ‘আ বোলা’ জানায়, গত শনিবার মরক্কোর ‘দ্য হোটেল পেস্তানা সিআর৭’-এ আগুন লাগে। তবে দ্রুতই অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।
মরক্কোর সংবাদমাধ্যম ‘মরক্কো ওয়ার্ল্ড নিউজ’ জানায়, আগুনটি ছিল ছোট আকারের। হোটেল কর্তৃপক্ষ এবং ইমারজেন্সি সেবা দ্রুত পদক্ষেপ নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। ফলে সেটি আশপাশে ছড়িয়ে পড়তে পারেনি।
২০১৯ সালে মারাকেশ শহরে রোনালদোর মালিকানাধীন এই বিলাসবহুল হোটেলটি চালু হয়, যেখানে দুটি রেস্টুরেন্ট, একটি জিম, স্পা এবং সুইমিং পুল রয়েছে। এছাড়া মোট ১৬৮টি কক্ষ রয়েছে এই হোটেলে। মরক্কো ছাড়াও ‘পেস্তানা সিআর সেভেন’ ব্র্যান্ডের হোটেলগুলি লিসবন ও মাদেইরাসহ বিশ্বের আরও কয়েকটি স্থানে রয়েছে। ২০২৩ সালের ভূমিকম্পের সময়ও এই হোটেলটি স্থানীয় বাসিন্দা এবং পর্যটকদের নিরাপদ আশ্রয় দেয়।
আগুন লাগার পর হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, দ্রুত সময়ের মধ্যে হোটেলটিকে আবার নিরাপদ এবং বাসযোগ্য করে তোলা হয়েছে। তারা আরও জানায়, “অতিথি এবং কর্মচারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ঘটনার ফলে কেউ হতাহত হয়নি এবং হোটেলটি খালি করতে হয়নি।”
আপনার মতামত লিখুন :