ঢাকা বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

মেসির সঙ্গে জুটি বাঁধছেন ডি ব্রুইনা!

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৯:৪৩ পিএম
ছবি: সংগৃহীত

সম্প্রতি চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ার ঘোষণা দিয়েছেন কেভিন ডি ব্রুইনা। আর তার এ ঘোষণার পর থেকেই তার ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ফুটবল পাড়ায়।

সেই ধারাবাহিকতায় এবার নতুন খবর হচ্ছে মেসির সাথে জুটি বাঁধতে পারেন তিনি। স্পোর্টস বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানিয়েছে, ইন্টার মায়ামি ক্লাব এই তারকার ‘ডিসকভারি রাইটস’ অধিকার করেছে, যার মাধ্যমে মেজর লিগ সকারে লিওনেল মেসি এবং ডি ব্রুইনার যুগলবন্দি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রতিটি ক্লাব তাদের ডিসকভারি তালিকায় সর্বোচ্চ পাঁচজন খেলোয়াড় অন্তর্ভুক্ত করতে পারে। তালিকায় কোনো খেলোয়াড় থাকলে সংশ্লিষ্ট ক্লাব তার সঙ্গে আলোচনা শুরু করার একক অধিকার পায়।

ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩৩ বছর বয়সী ডি ব্রুইনা। মায়ামি তার ডিসকভারি রাইটস ধারণ করায়, তাদের থাকবে একচেটিয়া অধিকার ডি ব্রুইনার সঙ্গে আলোচনা শুরু করার। যার জন্য অন্য এমএলএস ক্লাবগুলো তার সঙ্গে আলোচনা করতে পারবে না।

ডি ব্রুইনা ২০১৫ সালে উলফসবার্গ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন এবং এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৪টি বড় শিরোপা জিতেছেন, যার মধ্যে ছয়টি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি রয়েছে।