বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১০:১০ পিএম

বাংলাদেশের নতুন কোচ হওয়া প্রসঙ্গে যা বললেন উমর গুল!

রূপালী ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ১০:১০ পিএম

বাংলাদেশের নতুন কোচ হওয়া প্রসঙ্গে যা বললেন উমর গুল!

ছবি: সংগৃহীত

বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ নিয়োগ নিয়ে সম্প্রতি ক্রিকেটাঙ্গনে বেশ আলোচনা চলছে। বিশেষ করে, বর্তমান কোচ আন্দ্রে অ্যাডামসের পারফরম্যান্সে সন্তুষ্ট না থাকায় বিসিবি তার সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগেই বিচ্ছেদ ঘটানোর কথা ভাবছে। যার জন্য নতুন করে কে আসবেন অ্যাডামসের জায়গায় সে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ইতোমধ্যেই বেশ কিছু নামের প্রস্তাবও এসেছে এবং তাদের সাথে চলছে আলোচনা।

তবে এ তালিকার মধ্যে সবচেয়ে বেশি যে নামটি আলোচনায় আছে সেটি হচ্ছে সাবেক পাকিস্তানি পেসার উমর গুল। এবার বিষয়টি নিয়ে তিনি নিজেই মুখ খুলেছেন এবং বিসিবির সঙ্গে তার যোগাযোগের ব্যাপারে জানিয়েছেন কিছু তথ্য।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমকে গুল বলেন, ‘আমাদের মধ্যে যোগাযোগ রয়েছে, তবে এখন পর্যন্ত কিছু নিশ্চিত হয়নি। এই বিষয়টি নির্ভর করছে দুই পক্ষের বোঝাপড়া এবং শর্তের উপর এবং পুরো বিষয়টি বিসিবির হাতে রয়েছে।’

২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ দলের পেস কোচ হিসেবে চুক্তি রয়েছে আন্দ্রে অ্যাডামসের। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্সে সন্তুষ্ট না হওয়ায় বিসিবি সময়ের আগেই তার সঙ্গে চুক্তি ভঙ্গ করতে পারে। এক সূত্র জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ শেষে অ্যাডামসের অধ্যায় শেষ হতে পারে।

উমর গুল ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এবং এরপর তিনি কোচিংয়ে প্রবেশ করেন। এরপর পিএসএল ফ্র্যাঞ্চাইজি কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, আফগানিস্তান এবং পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন গুল। তিনি ২০০৩ থেকে ২০১৬ পর্যন্ত তিনি পাকিস্তান জাতীয় দলের হয়ে ৪৭ টেস্ট, ১৩০ ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

তবে গুল ছাড়াও, বাংলাদেশ বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট, তাসকিন-মুস্তাফিজদের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড এবং ওটিস গিবসন। এরই মাঝে, বাংলাদেশের প্রধান কোচ হিসেবে ফিল সিমন্সের সঙ্গে চুক্তি সম্প্রসারিত হয়েছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত।

এছাড়া, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোহাম্মদ সালাউদ্দিনকে সিনিয়র সহকারী কোচ হিসেবে পুনরায় নিয়োগ দিয়েছে। তিনি আগে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি জাতীয় দলের আসন্ন আন্তর্জাতিক সিরিজের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরবি/এফআই

Link copied!