শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ১০:৩৭ এএম

চ্যাম্পিয়ন্স লিগ

আর্সেনাল জুজু কাটল না রিয়ালের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ১০:৩৭ এএম

আর্সেনাল জুজু কাটল না রিয়ালের

ছবি: সংগৃহীত

ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর বলা হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগকে। আর এই টুর্নামেন্টের রাজা রিয়াল মাদ্রিদ। এমনটি বলা হবে না কেন! এই টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ বার শিরোপার স্বাদ নিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। তা ছাড়া তারা হারিয়েছে আলাদা ১১১টি দলকে।

ইউরোপের সব নামি-দামি ক্লাব নতজানু হয়েছে রিয়ালের কাছে। তবে ব্যতিক্রম আর্সেনাল। কেননা, চ্যাম্পিয়নস লিগে এখনো পর্যন্ত গানার্সদের একবারও হারাতে পারেনি রিয়াল মাদ্রিদ। এর আগে চ্যাম্পিয়ন্স লিগের ২০০৫-০৬ মৌসুমের শেষ ষোলোতে মুখোমুখি হয়েছিল দুই দল। সে বছর দুই লেগ মিলিয়ে আর্সেনালের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল তারা।

এর ১৯ মৌসুম পর গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-আর্সেনাল। এ ম্যাচে আর্সেনালের বিপক্ষে হারহীন থাকার বদনামটি ঘোচানোর সুযোগ ছিল ভিনি-এমবাপ্পেদের কাছে। তবে তারা তা কাজে লাগাতে পারেনি। এদিন গানার্সদের কাছে ৩-০ গোলে হারতে হয়েছে মাদ্রিদকে।

এমিরেটস স্টেডিয়ামে এদিন প্রথমার্ধে গোলশূন্য সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল। গোল না পেলেও দারুণ কিছু সুযোগ তৈরি করে আর্সেনাল। কিন্তু রিয়ালের গোলবারে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন থিবো কর্তোয়া। দুর্দান্ত কিছু সেভ না দিলে প্রথমার্ধেই পিছিয়ে পড়ত রিয়াল।

রিয়ালও অবশ্য বেশকিছু সুযোগ তৈরি করে প্রথমার্ধে। তবে ভিনি-এমবাপ্পেরা তা কাজে লাগাতে ব্যর্থ হন।  

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আরও আক্রমণাত্মক খেলতে শুরু করে মিকেল আর্তেতার শিষ্যরা। যার ফল দেখা যায় ৫৮তম মিনিটে। ডি বক্সের মাঝ বরাবর পজিশন থেকে নেওয়া ফ্রি-কিক থেকে বল জালে জড়ান ইংলিশ মিডফিল্ডার ডেক্লান রাইস।

ম্যাচের ৭০তম মিনিটে একই পজিশন থেকে আরও একটি ফ্রি-কিক পায় আর্সেনাল। যা মিস করতে ভুল করেননি ক্যারিয়ারে এর আগে ফ্রি-কিক থেকে গোল করতে না পারা রাইস। তার করা ওই অসাধারণ শটে এদিন মন্ত্রমুগ্ধ হন স্বয়ং আর্সেনাল বস মিকেল আর্তেতা।

রাইসের করা এই গোলের ঠিক ৫ মিনিট পর রিয়ালের কফিনের শেষ পেরেকটি ঠোকেন মেরিনো। ৭৫তম মিনিটে তার করা গোলে ৩-০ গোলে এগিয়ে যায় গানার্সরা।

এরপর ম্যাচে ব্যবধান কমানোর মরিয়া চেষ্টা চালায় রিয়াল। তবে শেষ পর্যন্ত আর বল জালে জড়াতে পারেননি কার্লো আনচেলত্তির শিষ্যরা। বরং ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়ালের মাঝ মাঠের প্রাণ কামাভিঙ্গা।

দ্বিতীয় লেগে আগামী ১৭ এপ্রিল সান্তিয়াগো বার্নাব্যুতে আর্সেনালকে আতিথ্য দেবে রিয়াল।

আরবি/আরডি

Link copied!