চ্যাম্পিয়নস লিগের অন্যতম সফল দল বায়ার্ন মিউনিখ। গত কয়েক মৌসুম থেকেই এই টুর্নামেন্টে দারুণ খেলছে জার্মান ক্লাবটি। তা ছাড়া চ্যাম্পিয়নস লিগে নিজেদের ঘরের মাঠকে রীতিমতো দুর্ভেদ্য দেয়াল বানিয়েছে বাভারিয়ানরা। চ্যাম্পিয়নস ট্রফির শেষ ৪ মৌসুমে আলিয়াঞ্জ এরিনাতে একটি ম্যাচও হারেনি তারা।
তবে এবার সেই ধারাবাহিকতার অবসান হলো। মঙ্গলবার (৮ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরেছে বায়ার্ন। এদিন ইন্টারের হয়ে দুর্দান্ত এক গোল করেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজ।
আলিয়াঞ্জ এরিনাতে এদিন ম্যাচের শুরু থেকেই ইন্টার মিলানকে চাপে রাখে বায়ার্ন। ইন্টারের রক্ষণভাগকে বুড়ো আঙুল দেখিয়ে বেশ কয়েকটি আক্রমণ করেন হ্যারি কেইন ও মিকেল ওলিস। তবে ইয়ান সোমারের দৃঢ়তায় বেঁচে যায় ইন্টার।
ম্যাচের ২৬তম মিনিটে বাম প্রান্ত থেকে ডি বক্সে বল বাড়ান ওলিস। তবে সেটি জালে জড়াতে ব্যর্থ হন কেইন। গোলপোস্টে লেগে বাইরে চলে যায় বল।
ইন্টার মিলানও পিছিয়ে ছিল না। গোলের জন্য মরিয়া চেষ্টা চালায় তারাও। যার ফল মেলে ম্যাচের ৩৮তম মিনিটে। মার্তিনেজ মাঝমাঠ থেকে বল নিয়ে অগাস্তোকে পাস দেন। অগাস্তো নিচু করে বল বাড়ান মার্কাস থুরামের দিকে। থুরাম বলটাকে ব্যাকহিল করে আবার মার্তিনেজের কাছে দেন। মার্তিনেজ প্রথম ছোঁয়াতেই বলটি গোল করেন।
বিরতি থেকে ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ নিতে চেষ্টা চালিয়ে যায় বায়ার্ন মিউনিখ। তবে এর জন্য তাদের অপেক্ষা করতে হয় ৮০ মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নামা থমাস মুলারের গোলে সমতায় ফেরে বায়ার্ন। তবে তা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি।
নির্ধারিত ৯০ মিনিট শেষ হওয়ার আগেই আবারও চমক দেখায় ইন্টার। অগাস্তোর বাড়ানো বল বায়ার্নের জালে পাঠান দাভিদ ফ্রাত্তেসি। তার করা এই গোলেই ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মিলান।