ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুম ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে জয়ের পর টানা চার ম্যাচ হেরেছে দলটি।
মঙ্গলবার (৮ এপ্রিল) দিনের দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে নামে চেন্নাই সুপার কিংস। যেখানে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ২১৯ রানের বড় পুঁজি পায় পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে শেষদিকে মহেন্দ্র সিং ধোনির বিধ্বংসী ইনিংসের পরও ২০১ রানে থামে চেন্নাইয়ের ইনিংস।
মুল্লানপুরে এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক শ্রেয়াস আয়ার। টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাঞ্জাব। একের পর এক বিদায় নেন ওপেনার প্রবেশমান সিং, অধিনায়ক শ্রেয়াস আয়ার, মার্কোস স্টোনিস এবং ম্যাক্সওয়েল। এদের কেউই ছুঁতে পারেনি দুই অঙ্কের ঘর।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান ২৪ বছর বয়সি তরুণ ওপেনার প্রিয়ানশ আরিয়া। মাত্র ৩৯ বলে শতক হাঁকান এই ভারতীয় ব্যাটার। দলীয় ১৫৪ রানে ব্যক্তিগত ১০৩ রানে থামে এই ব্যাটারের ইনিংস।
শেষদিকে শশাঙ্ক সিংয়ের ৩৬ বলে ৫২ রান এবং মার্কো জেনসেনের ১৯ বলে ৩৪ রানে ভর করে ৬ উইকেটে ২১৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে চেন্নাই। ওপেনিং জুটিতে রচিন রবীন্দ্র এবং ডেভন কনওয়ে তোলেন ৬১ রান। তবে এরপরই টানা ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। রবীন্দ্র ২৩ বলে ৩৬ করে ফেরার পর অধিনায়ক গায়কোয়াড় ফেরেন মাত্র ১ রান করে।
একপ্রান্তে ব্যাট চালিয়ে যেতে থাকেন কিউই ব্যাটসম্যান কনওয়ে। শিভম দুবেকে নিয়ে ৮৯ রানের জুটি করেন তিনি। তবে এই জুটি ভাঙার পরই ম্যাচ থেকে ছিটকে যায় চেন্নাই। ২৭ বলে ৪২ রান করে ফার্গুসনের বলে বোল্ড হন দুবে। এরপর ৬৯ রানে রিটায়ার্ড আউট হন কনওয়ে।
শেষদিকে চেন্নাই ভক্তদের মাঝে আশা জাগান অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি। ১২ বলে ২৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন তিনি। তবে শেষ ওভারের প্রথম বলেই চাহালের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ফলত শেষ ওভারে ২৮ রানের সমীকরণ আর মেলাতে পারেনি ৫ বারের চ্যাম্পিয়নরা। নির্ধারিত ২০ ওভার শেষে ২০১ রান তুলে থেমেছে চেন্নাইয়ের ইনিংস। পাঞ্জাব তুলে নেয় ১৮ রানের জয়। পাঞ্জাব কিংসের হয়ে ২ উইকেট নিয়েছেন লকি ফার্গুসন। ১টি করে উইকেট নেন গ্লেন ম্যাক্সওয়েল এবং যশ ঠাকুর।