ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ইসরায়েলি ফুটবলারের বাসায় গ্রেনেড হামলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

চেলসির সাবেক ইসরায়েলি ফুটবলার ইয়োসি বেনায়ুনের বাসায় গ্রেনেড হামলার ঘটনা ঘটেছে। গত রোববার (৬ এপ্রিল) রাতে তেল আবিবের কাছাকাছি রামাত হাশারুন এলাকায় অবস্থিত তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

জনপ্রিয় ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ খবরটি নিশ্চিত করেছে।

জানা যায়, হামলার সময় পরিবারের সাথে বাসাতেই ছিলেন বেনায়ুন। রাত আনুমানিক ১১টার দিকে মোটরসাইকেলে করে এক ব্যক্তি এসে বেনায়ুনের বাসার দরজা দিয়ে গ্রেনেডটি ছুড়ে মারেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার পর বেনায়ুন ভেবেছিলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়েছেন। এরই মধ্যে স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।

এ বিষয়ে বেনায়ুন বলেন, ‘এটা অবশ্যই একটি ভুল। গ্রেনেডটি আমার বাসা তাক করে ছোড়া হয়নি, এ নিয়ে আমার মনে কোনো সন্দেহ নেই। প্রথমে ভেবেছিলাম, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তাই ফায়ার সার্ভিসে খবর দিই। পুলিশ বাসায় এসে গ্রেনেডের ধ্বংসাবশেষ পাওয়ার পর আমরা বুঝতে পারি, আসলে কী ঘটেছে।’

ইসরায়েলের এই সাবেক ফুটবলার ইংল্যান্ডে ৯ বছর কাটিয়েছেন। এই সময় তিনি ওয়েস্ট হ্যাম ও চেলসি ছাড়াও খেলেছেন লিভারপুল, আর্সেনাল ও কুইস পার্ক রেঞ্জার্সের মতো ক্লাবে। চেলসির হয়ে ইউরোপা লিগ জিতেছেন বেনায়ুন।