ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ডিপিএল

টাকা না পেয়ে বিসিবিতে চিঠি ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৩:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট থেকে বিতর্ক যেন পিঁছু ছাড়ছে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়ার ঘটনা অভিযোগ পুরনো। এছাড়া দেশের অন্যতম পুরাতন ক্রিকেট লিগ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) এর বহুবার এসেছে এমন অভিযোগ।

ডিপিএলের চলতি মৌসুমেও খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা দেখা দিয়েছে। টাকা না পাওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন পারটেক্স স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়েরা।

আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বরাবর একটি চিঠি দিয়েছেন ক্লাবটির ক্রিকেটাররা।

এর আগে আজ সকালে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করার কথা ছিল পারটেক্সের খেলোয়াড়দের। তবে দলের অধিকাংশ খেলোয়াড়ই অনুশীলন বর্জন করে। এরপর দুপুর পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়ায় বিসিবিতে যান খেলোয়াড়েরা।

পারটেক্সের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁদের এবার কম পারিশ্রমিকে দলে নেওয়া হয়েছে। সেগুলোও এখনো পরিশোধ করা হয়নি। একরকম বাধ্য হয়ে তাঁরা এখন আনুষ্ঠানিক চিঠি দিচ্ছেন। সমস্যার সমাধান না হলে ম্যাচ বর্জনের হুমকিও দিয়ে রেখেছেন পারটেক্সের খেলোয়াড়েরা।