দীর্ঘদিন ধরেই রান পাচ্ছেন না গ্লেন ম্যাক্সওয়েল। আইপিএলে একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছেন পাঞ্জাব কিংসের এই অলরাউন্ডার। সর্বশেষ চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করতে নেমে তিনি মাত্র দুই বল খেলে ১ রানে আউট হন। রবিচন্দ্রন অশ্বিনের বলে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল।
এবার খারাপ ফর্মের মাঝেই শাস্তির সম্মুখীন হলেন তিনি। আইপিএল কর্তৃপক্ষ একটি বিবৃতিতে জানিয়েছে, ম্যাক্সওয়েল ২.২ ধারার অধীনে লেবেল ১ অপরাধ করেছেন এবং তিনি তার অপরাধ স্বীকার করেছেন। এজন্য তাকে শাস্তি দেওয়া হয়েছে।
এর কারণে ম্যাক্সওয়েলের ম্যাচ ফির ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। পরবর্তীতে আবার কোনও শৃঙ্খলা ভঙ্গ করলে তার শাস্তি আরও কঠোর হতে পারে।
এবারের আইপিএলে শৃঙ্খলা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া নজরদারি চলছে। মন্থর বোলিং করায় ইতোমধ্যে হার্দিক পান্ডিয়া সহ বেশ কয়েকজন ক্রিকেটার জরিমানার শিকার হয়েছেন। শৃঙ্খলা ভঙ্গের জন্য লখনৌয়ের দিগ্বেশ রাঠী ও গুজরাটের ইশান্ত শর্মাও শাস্তি পেয়েছেন। এবার শাস্তির সম্মুখীন হলেন ম্যাক্সওয়েল।
আইপিএল কর্তৃপক্ষ ম্যাক্সওয়েলের শাস্তির কারণ জানায়নি, তবে ভারতীয় গণমাধ্যমে খবর আসছে যে, আউট হয়ে ফিরে যাওয়ার সময় ডাগআউটের কাছে গিয়ে একটি চেয়ারে লাথি মারেন তিনি। আইপিএল গভর্নিং কাউন্সিল তার এই আচরণে অসন্তুষ্ট হয়ে শাস্তি দিয়েছে।
চলতি আইপিএলে খুব খারাপ ফর্মে রয়েছেন ম্যাক্সওয়েল। চারটি ম্যাচে তার সংগ্রহ মাত্র ৩১ রান। পাঞ্জাব তাকে মিডল অর্ডারে ভালো ব্যাট করার জন্য নিয়েছিল, কিন্তু সে কাজটি ঠিকমতো করতে পারছেন না তিনি। তবে, তার ব্যর্থতা সত্ত্বেও পাঞ্জাব কিংস ৪ ম্যাচে ৩টি জয় পেয়েছে এবং ৬ পয়েন্ট নিয়ে তালিকার চারে রয়েছে।
আপনার মতামত লিখুন :