ঢাকা বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

ধুঁকতে থাকা ডর্টমুন্ডের বার্সালোনা পরীক্ষা আজ

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৬:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ রাতে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সালোনা। অপর ম্যাচে পিএসজি আতিথ্য দেবে অ্যাস্টন ভিলাকে। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়।

চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে স্প্যানিশ দলটির বিপক্ষে খেলেছিল বিপর্যস্ত ডর্টমুন্ড। দুইবার সমতা ফেরানোর পরও ৩-২ গোলে হার মানতে হয়েছিল তাদের।

তবে, সেই জয়কে তেমন গুরুত্ব দিতে চান না বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে ডর্টমুন্ডের মুখোমুখি হওয়ার আগে সতর্ক রয়েছেন তিনি। লা লিগায়ও দুর্দান্ত ফর্মে আছে কাতালানরা।

এ বছর এখনো এক ম্যাচও হারেনি বার্সালোনা। লা লিগায় তারা শীর্ষে রয়েছে এবং হাতে রয়েছে আটটি ম্যাচ। সামনে রয়েছে কোপা দেল রের ফাইনালও। সব প্রতিযোগিতা মিলিয়ে ফ্লিকের দল টানা ২২ ম্যাচে অপরাজিত। মৌসুমে চারটি শিরোপার সম্ভাবনা তাদের সামনে।

অন্যদিকে, বুন্দেসলিগায় ভালো অবস্থানে নেই ডর্টমুন্ড। পয়েন্ট টেবিলে আট নম্বরে রয়েছে তারা। ইউরোপ সেরার মঞ্চে পরের আসরে জায়গা না পাওয়ার শঙ্কা বাড়ছে তাদের। এর মধ্যেই চলতি সপ্তাহে বড় একটি ধাক্কা খেয়েছে ডর্টমুন্ড। হাঁটুর গুরুতর চোটে মৌসুম শেষ হয়ে গেছে সেন্টার ব্যাক নিকো শ্লটারবেকের। কার্ডের কারণে পাসকেল গ্রোসকেও পাচ্ছে না দলটি।

তবে এসব নিয়ে একদমই চিন্তিত নন দলের কোচ কোভাচ। ম‍্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা জানি, আগামীকাল কেমন আক্রমণের মুখোমুখি হতে হবে আমাদের। আমাদের সুশৃঙ্খল থাকতে হবে। তারা বক্সের ভেতরে এবং আশেপাশে খুব শক্তিশালী। তবে, সব প্রতিপক্ষেরই দুর্বলতা থাকে, আর আমরা সেই দুর্বলতা ব্যবহার করতে চাই।’