ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

‘কেবল রিয়াল মাদ্রিদই ৩-০ ব্যবধান থেকে ঘুরে দাঁড়াতে পারবে’

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৫, ০৮:৫৯ পিএম
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে রিয়াল মাদ্রিদ হল শিরোপা জয়ী রাজা। পনেরো বারের চ্যাম্পিয়ন এই ক্লাবটি এবারের মৌসুমে কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে মাঠে নেমেছিল। প্রথম লেগের এই ম্যাচে রিয়ালের পারফরম্যান্স দেখতে মুখিয়ে ছিলেন ফুটবলপ্রেমীরা। তবে যা ঘটল তা ছিল অনেকের কাছে বিস্ময়কর, আর রিয়াল সমর্থকদের জন্য ছিল এক ধরনের হতাশা।

গতকাল আর্সেনালের মাঠে ৩-০ ব্যবধানে হেরে যায় রিয়াল। এত বড় ব্যবধানে ইংলিশ ক্লাবটির কাছে হারের ফলে সেমিফাইনালে পৌঁছানো এখন রিয়ালের জন্য বেশ কঠিন। দ্বিতীয় লেগে তাদের অন্তত ৪ গোল করতে হবে এবং আর্সেনালকে কোনো গোল করতে দেওয়া যাবে না।

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ কমব্যাকের রাজা হলেও এবার ব্যবধানটি অনেক বেশি হয়ে গেছে। তবে আশা করা যায়, দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ এখনও রয়ে গেছে। রিয়াল কোচ কার্লো আনচেলত্তি দ্বিতীয় লেগে কামব্যাকের আশা নিয়ে আছেন।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘এমন হার মেনে নেওয়া সত্যিই কঠিন। আমরা এমন কিছু আশা করিনি। তবে ২-০ ব্যবধানে পিছিয়ে যাওয়ার পর, আমরা ভেঙে পড়ি। ম্যাচটি খুব বাজেভাবে শেষ করেছি। আমাদের দল সাধারণত এমন পরিস্থিতিতে জবাব দেয়, তবে আজকের শেষ ৩০ মিনিট ছিল খুবই বাজে। আত্মসমালোচনা করতে হবে এবং ঘুরে দাঁড়াতে আমাদের সবকিছু করতে হবে।’

রিয়াল দ্বিতীয় লেগে খেলার জন্য বাড়ির মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরে যাবে। আনচেলত্তি এই সুবিধাটি কাজে লাগাতে চান। তিনি বলেন, ‘বার্নাব্যুতে অনেক কিছুই হতে পারে। আজ রাতে মনে হতে পারে যে আর কোনো সুযোগ নেই, কিন্তু ফুটবলে সবসময় কিছু না কিছু সুযোগ থাকে। কেউ ধারণা করতে পারেনি যে, আর্সেনাল সেট-পিস থেকে দুটি গোল করবে। তবে কখনো কখনো এসব ঘটে। আমাদের বিশ্বাস রাখতে হবে (ঘুরে দাঁড়ানোর)।’

এদিকে, ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করেছেন রিয়ালের অভিজ্ঞ ফুটবলার লুকাস ভাস্কেজও। তিনি মনে করেন, ‘লড়াইটা এখন খুব কঠিন, তবে বিশ্বে যদি কোনো দল ৩-০ থেকে ঘুরে দাঁড়াতে পারে, তা হলে সেটি রিয়াল মাদ্রিদই করতে পারবে, আমাদের মাঠে, আমাদের সমর্থকদের সামনে।’