চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে শিরোপার অন্যতম দাবিদার স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। এবার শিরোপার লড়াইয়ে এগিয়ে গেল দলটি। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছে তারা।
বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ সময় রাতে ঘরের মাঠে বরুশিয়াকে আতিথ্য দেয় বার্সা। এদিন বার্সার হয়ে জোড়া গোল করেছেন রবার্ট লেভানডস্কি। এ ছাড়াও গোল পেয়েছেন লামিল ইয়ামাল এবং রাফিনহাও।
একপেশে এই ম্যাচে শুরুতেই বরুশিয়ার রক্ষণভাগকে দিশেহারা করে তোলে ইয়ামাল-রাফিনহারা। ম্যাচের ৭ মিনিটের মধ্যেই বেশ কয়েকটি দারুণ সুযোগ তৈরি করে তারা। তবে ভাগ্য সহায় হয়নি তখন।
ম্যাচের ৫ম মিনিটে প্রথম বড় সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে লামিন ইয়ামালের বাঁকানো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বরুশিয়া গোলরক্ষক গ্রেগোয়া কোবেল। পরের মিনিটেই আরও একটি সহজ সুযোগ পায় ইয়ামাল। তবে এবারও বল জালে জড়াতে ব্যর্থ হন এই তরুণ।
২৫তম মিনিটে বরুশিয়ার ‘ডেড লক’ ভাঙেন রাফিনহা। ফ্রি কিক থেকে বল পেয়ে যান পাউ কুবার্সি। গোল অভিমুখে তার নেওয়া শর্টটি কোবেলের হাতে লেগে বাইরে যাওয়ার সম্ভাবনা দেখা দিলে ছুটে গিয়ে পা ছুঁয়ে গোল নিজের করে নেন রাফিনহা।
প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পায় কাতালানরা। তবে সেই সুযোগগুলো কাজে লাগাতে পারেনি ফরোয়ার্ডরা।
বিরতি থেকে ফিরে আরও বিধ্বংসী রূপ নেয় বার্সা। দ্বিতীধার্ধের শুরুতেই রবার্ট লেভানডস্কির গোলে ব্যবধান দ্বিগুন করে তারা। ৪৮তম মিনিটে ইয়ামালের ক্রসে রাফিনহা খুঁজে নেন লেভানদোভস্কিকে। অনেকটা ক্রসবারের নিচ থেকে হেডে বাকিটা সারেন অভিজ্ঞ পোলিশ স্ট্রাইকার।
দুই গোল হজমের পর আরও রক্ষণাত্মক হয়ে পড়ে বরুশিয়া ডর্টমুন্ড। তবে তাতে দমে যায়নি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ৬৩তম মিনিটে ফের্মিন লোপেসের গতিময় শট বেরিয়ে যায় পোস্টে লেগে।
৬৫তম মিনিটে লোপেসের শট ব্লকড হয় বরুশিয়ার রক্ষণে। পরের মিনিটে তরুণ মিডফিল্ডারের কাছ থেকে বল পেয়ে গতিময় শটে জাল খুঁজে নেন লেভানদোভস্কি।
৭৭তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় বার্সেলোনা। এবার বরুশিয়া গোলরক্ষক কোবেলকে বোকা বানান তরুণ লামিল ইয়ামাল।
৮৯তম মিনিটে বার্সেলোনার জালে বল পাঠায় ডর্টমুন্ড। কিন্তু গোলটি অফসাইডে বাতিল হয়ে যায়। ফলে কোন গোলশূন্য থেকেই মাঠ ছাড়ে বরুশিয়া ডর্টমুন্ড।
আপনার মতামত লিখুন :