ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ভিসা জটিলতায় থাইল্যান্ডে যাওয়া অনিশ্চিত দুই দাবাড়ুর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৩:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

আগামী রোববার থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে দাবার ব্যাংকক ওপেন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার কথা ছিল বাংলাদেশের দুই আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান ও মনন রেজা নীড়ের। তবে ভিসা জটিলতায় তাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জানা যায়, গত সপ্তাহের শেষ কর্ম দিবসেও ভিসা পাননি এই দুই আন্তর্জাতিক মাস্টার। এতে বাতিল হয়ে গেছে তাদের অগ্রীম কেটে রাখা টিকেট।

এদিকে আজ শুক্রবার ও আগামীকালের মধ্যে ভিসা পাওয়ার তেমন কোনো সম্ভাবনা দেখছেন না দুই দাবাড়ু। ফলে ফাহাদ-নীড় ব্যাংকক টুর্নামেন্টে খেলার আশা একপ্রকার ছেড়েই দিয়েছেন।

থাইল্যান্ড এখন অনলাইনে আবেদনের মাধ্যমে বাংলাদেশিদের ই-ভিসা প্রদান করে থাকে। বাংলাদেশের দুই দাবাড়ু টুর্নামেন্ট আয়োজকদের কাগজপত্রের মাধ্যমে গত ২৫/২৬ মার্চ থাইল্যান্ডের ভিসার আবেদন করেছিলেন। কিন্তু দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো ভিসা পোর্টালে ‘পেন্ডিং অ্যাপ্রুভাল’ দেখাচ্ছে বলে জানিয়েছেন দুই দাবাড়ুর পরিবার।

উল্লেখ্য, ব্যক্তি নির্ভর ইভেন্টগুলোতে বাংলাদেশের ক্রীড়াবিদদের ভিসা জটিলতার বিষয়টি নতুন নয়। এর আগেও গলফার সিদ্দিকসহ বেশ কয়েকজন ক্রীড়াবিদ নানা সময় ভিসা জটিলতায় টুর্নামেন্ট সিম করেছিলেন।