চলতি মাসে দুই ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। এই সিরিজে কাগজে কলমে স্বাভাবিকভাবেই এগিয়ে বাংলাদেশ। তবে জিম্বাবুয়েকে দুর্বল প্রতিপক্ষ হিসেবে দেখতে নারাজ বাংলাদেশর অধিনায়ক নাজমুল হাসান শান্ত।
প্রতিপক্ষ হিসেবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মতোই একই কাতারে জিম্বাবুয়েকে রাখতে চান টাইগার অধিনায়ক। এনিয়ে তিনি বলেন, তাদের কাছে সব প্রতিপক্ষই সমান।
শান্ত বলেছেন, কোনো দলই ছোট নয়, আমি বারবারই বলছি। ক্রিকেটাররাও এমন কিছু চিন্তা করছে না। আশা করব, সাধারণ মানুষ বা মিডিয়াও এভাবে দেখছে না যে ছোট দল বা বড় দল। আমরা যেন ভাগাভাগি না করি যে, জিম্বাবুয়ে বা অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকা... প্রতিটি ম্যাচকে যেন একটি আন্তর্জাতিক ম্যাচ হিসেবে চিন্তা করি।
প্রতিটি সিরিজই তাদের জন্য চ্যালেঞ্জ জানিয়ে শান্ত বলেন, ‘প্রতিটি আন্তর্জাতিক সিরিজেই চ্যালেঞ্জ থাকে। এ সিরিজেও অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। ভিন্ন কোনো চিন্তা থাকবে না। একটা বড় দলের সঙ্গে খেলার সময় যেই চিন্তাভাবনা বা চাপ থাকে, সেটাই থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে আমরা ভালোভাবে প্রস্তুতি নিয়ে ম্যাচটা শুরু করতে পারি।’
উল্লেখ্য, বাংলাদেশ সফরে দু’টি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৮ এপ্রিল।