ঢাকা রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

ধোনির নেতৃত্বে কি হারের বৃত্ত থেকে বের হতে পারবে চেন্নাই!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৫, ০৬:৩১ পিএম
চেন্নাই সুপার কিংসের প্র্যাক্টিস জার্সিতে ধোনি।। ছবি: সংগৃহীতে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চলতি মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না চেন্নাই সুপার কিংসের। প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে জিতেছিল দলটি। এরপর টানা চার হার দেখতে হয়েছে রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংসকে।

আজ শুক্রবার (১১ এপ্রিল) কলকাতার বিপক্ষে তাই ম্যাচটি দলটির জন্য বাঁচা মরার লড়াই হয়ে দাঁড়িয়েছে। আর বাঁচা মরার এই ম্যাচে চেন্নাইয়ের অধিনায়কের দায়িত্বে ফের একবার দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে ধোনির অধিনায়কত্বে ফেরার বিষয়টি নিশ্চিত করে চেন্নাই সুপার কিংস। এর আগে ৫ বার চেন্নাই সুপার কিংসকে শিরোপা জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।

মূলত বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন পুরো মৌসুমের জন্য। আর তাই ‘ক্যাপ্টেন কুলকে’ দায়িত্ব দিয়েছে চেন্নাই টিম ম্যানেজম্যান্ট।

৩০ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচে চেন্নাইয়ের হয়ে খেলতে গিয়ে রুতুরাজ জফরা আর্চারের একটি বল কনুইয়ে লাগার পর থেকেই সমস্যায় ভুগছিলেন। প্রথমে গুরুত্ব না দিলেও, চোটটি আস্তে আস্তে গুরুতর হয়ে ওঠে এবং শেষমেশ তাকে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়। এরপর ধোনির হাতে তুলে দেওয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব।

এদিকে ধোনির নেতৃত্বে বরাবরই শক্তিশালী চেন্নাই সুপার কিংস। তার অধীনেই দলটি জিতেছে ৫টি শিরোপা। এছাড়াও বেশ কয়েকবার রানার্সআপ হয়েছে তারা। তাছাড়া ধোনির নেতৃত্বের প্রতি চেন্নাই টিম ম্যানেজম্যান্ট এবং ভক্তদের আলাদা আস্থা আছে।

চলতি মৌসুমে কয়েকটি ম্যাচে ধোনির ব্যাটিং পজিশন নিয়ে বিতর্ক তৈরি হলেও টুর্নামেন্টে তার পারফরমেন্স অবিশ্বাস্য। শেষ ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে ২২৫ স্ট্রাইক রেটে ১২ বলে ২৭ রানের এক ঝড়ো ইনিংস খেলেছেন এই ৪৩ বছর বয়সী ক্রিকেটার। অন্যান্য ম্যাচগুলোতে শেষদিকে ২২ গজে ঝড় তুলেছেন তিনি। যদিও এর একটি ইনিংসও কার্যকরী প্রমাণিত হয়নি।

তাছাড়া উইকেটের পেছন থেকে ধোনির মুন্সিয়ানা সবারই জানা। প্রতিপক্ষের ব্যাটারদের জন্য রীতিমতো আতঙ্কের নাম উইকেটের পেছনে থাকা অধিনায়ক ধোনি।

এর আগে ২০২২ সালে আইপিএলে চেন্নাইয়ের দায়িত্ব ছাড়েন মহেন্দ্র সিং ধোনি। সেই দায়িত্ব তুলে দেওয়া হয় রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু মৌসুমের মাঝামাঝি সময়ে ব্যর্থতার দায়ে অধিনায়কত্ব হারান তিনি। পরবর্তীতে এই দায়িত্ব আবার তুলে দেওয়া হয় ধোনির হাতেই। সেই মৌসুমে গুজরাটকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই।

এখন দেখার বিষয় রুতুরাজের অবর্তমানে চেন্নাইকে হারের বৃত্ত থেকে বের করতে পারেন কিনা ধোনি।