ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

৭ পয়েন্টে এগিয়ে গেল বার্সা

রূপালী ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত

লা লিগায় লেগানেসকে  উড়িয়ে টেবিলে সাত পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।

শনিবার (১২ এপ্রিল)  রাতে প্রতিপক্ষের মাঠে   লিগ ম্যাচটি ১-০ গোলে জিতেছে বার্সেলোনা। আত্মঘাতী গোল করেছেন লেগানেসের ডিফেন্ডার হোর্হে সায়েন্স।

৩১ ম্যাচে ২২ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো ৭০। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ।

লিগে এক ম্যাচ পর জয়ের স্বাদ পেল বার্সেলোনা। গত রাউন্ডে রেয়াল বেতিসের সঙ্গে ১-১ ড্র করেছিল তারা। সব প্রতিযোগিতা মিলিয়ে তাদের অপরাজেয় যাত্রা পৌঁছে গেল টানা ২৪ ম্যাচে।

জয়ের স্বস্তির মাঝে অবশ্য একটু অস্বস্তিও আছে বার্সেলোনার। প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার আলেহান্দ্রো বাল্দে।

বার্সেলোনা শুরু থেকে আধিপত্য করলেও প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় লেগানেস। দ্বাদশ মিনিটে বাঁ দিক দিয়ে দারুণ ক্ষিপ্রতায় বক্সে ঢুকে কাট-ব্যাক করেন দানি রাবা, তবে আদ্রিয়া আলতিমিরার নিচু শট ফিরিয়ে দেন গোলরক্ষক ভয়চেক স্ট্যান্সনি।

২২তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল বার্সেলোনা। বক্সে লামিনে ইয়ামালের পাসে জুল কুন্দের শট লেগানেসের এক ডিফেন্ডারের পায়ে লেগে ওপরের কোণা দিয়ে জালে জড়াতে যাচ্ছিল, ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ।

৩১তম মিনিটে ইয়ামালের নিচু শট পাশের জালে লাগে। ৪৩তম মিনিটে মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে বক্সের বাইরে থেকে লেগানেস ফরোয়ার্ড রাবার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। পরের মিনিটে রাফিনিয়ার ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি ফের্মিন লোপেস।

প্রথমার্ধে গোলের জন্য ছয়টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি বার্সেলোনা। এই সময়ে লেগানেসের তিন শটের একটি লক্ষ্যে ছিল।

প্রতিপক্ষের ভুলে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় বার্সেলোনা। ৪৮তম মিনিটে বাঁ দিক থেকে রাফিনিয়ার পাস বক্সে স্লাইডে ক্লিয়ার করার চেষ্টায় নিজেদের জালে বল পাঠান লেগানেসের ডিফেন্ডার হোর্হে সায়েন্স।

৫৮তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান লোপেস। বক্সে দারুণভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের কয়েক জনের বাধা এড়ান তিনি; কিন্তু ওয়ান-অন-ওয়ানে ছয় গজ বক্সের বাইরে থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তরুণ এই স্প্যানিশ মিডফিল্ডার।

৬১তম মিনিটে বক্সে বার্সেলোনা ডিফেন্ডার ইনিগো মার্তিনেসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করে লেগানেস, তবে রেফারির সাড়া মেলেনি। দুই মিনিট পর রাফিনিয়ার ক্রসে বক্সে রবের্ত লেভানদোভস্কির হেড লক্ষ্যে থাকেনি।

৬৯তম মিনিটে দুরূহ কোণ থেকে ইয়ামালের শট ঠেকান গোলরক্ষক, লক্ষ্যে বার্সেলোনার প্রথম শট এটি। পরের মিনিটে রাবা হেডে বার্সেলোনার জালে বল পাঠালেও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

বাকি সময়ে সুযোগ পায় দুই দলই, তবে কাজে লাগাতে পারেনি কেউই।

৩১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ১৯ নম্বরে আছে লেগানেস।