ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে রেকর্ড ২৮৬ রান করেছিল হায়দ্রাবাদ। আর এই রেকর্ডই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল দলটির জন্য। কারণ একের পর এক ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে চলে গিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদ।
তবে টানা চার ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে দলটি। গত বছরের ‘ট্রাভিষেক’ জুটি আবারও জ্বলে উঠেছে। দুজনের বিধ্বংসী ইনিংসেই পাঞ্জাব কিংসের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়নরা।
গতকাল শনিবার (১২ এপ্রিল) হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে পাঞ্জাব কিংসকে ৮ উইকেট ও ৯ বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিক সানরাইজার্স হায়দরাবাদ।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নামা পাঞ্জাব নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৫ রানের বড় পুঁজি সংগ্রহ করে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে অভিষেক শর্মার ঝড়ো সেঞ্চুরি আর ট্রাভিস হেডের অর্ধশতকে ভর করে মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ।
এদিন ২৪৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই পঞ্জাব বোলারদের ওপর চড়াও হতে থাকে ‘ট্রাভিষেক’ জুটি। ইনিংসের ১২.২তম ওভারে ট্রাভিস হেড সাজঘরে ফেরার আগে এই জুটির ব্যাট থেকে আসে ১৭১ রান। ৩৭ বল খেলে ট্রাভিস হেড দলের খাতায় যোগ করেন ৬৬ রান।
হেডের বিদায়ের পর একপ্রান্তে ক্লাসেনকে রেখে সঙ্গীর বিদায়ের বদলা নেন অভিষেক শর্মা। আগের ম্যাচগুলোতে রান পাওয়া অভিষেক যেন এদিন রুদ্রমূর্তি ধারণ করেন। মাত্র ৪০ বলে ১১ চার আর ৬ ছক্কায় নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
সেঞ্চুরির পরই অবাক কাণ্ড করে বসেন অভিষেক। পকেট থেকে একটি চিরকুট বের করেন তিনি। যেখানে লেখা ছিল ‘এটা অরেঞ্জ আর্মির জন্য’।
ক্লাসেনের সাথে ২৪ বলে ৫১ রানের জুটি গড়েন অভিষেক। তবে শেষদিকে দলীয় ২২২ রানে অর্শদ্বীপ সিংয়ের শিকার হয়ে ব্যক্তিগত ১৪১ রানে সাজঘরে ফেরেন অভিষেক শর্মা।
এরপর ঈশান কিশানকে নিয়ে বাকি কাজটুকু করতে বেগ পেতে হয়নি ক্লাসেনকে। ‘ট্রাভিষেকের’ গড়ে দেওয়া ভিত্তির ওপর ভর করেই ৯ বল আর ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দ্রাবাদ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় পাঞ্জাব। আইয়ার। মাত্র ৩৬ বলে ৬টি করে চার-ছক্কায় ৮২ রান করেন পাঞ্জাব অধিনায়ক। এছাড়া দুই ওপেনার প্রভসিমরান সিং ৩৬ বলে ৪২ এবং প্রিয়ানশ আরিয়া ১৩ বলে ৩৬ রান করেন। নেহাল ওয়াধিরা ২২ বলে ২৭ রান করে অবদান রাখেন।
এ ছাড়া শেষদিকে মার্কোস স্টনিশের ইনিংসও যথেষ্ট কার্যকর ছিল। মাত্র ১১ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৪ রান করে অপরাজিত থাকেন এই অজি তারকা।
পাঞ্জাবের পক্ষে হার্শাল প্যাটেল ৪ ওভারে ৪২ রান দিয়ে ৪ উইকেট উইকেট শিকার করেন। ঈশান মালিঙ্গা ৪৫ রান দিয়ে বাকি ২ উইকেট শিকার করেন।