পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র (এনওসি) নিয়েই পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরে খেলতে পাকিস্তান গিয়েছিলেন লিটন দাস। এ ছাড়াও পিএসএলের জন্যই জাতীয় দল থেকে ছুটি নিয়েছিলেন এই ওপেনার। যোগ দিয়েছিলেন করাচি কিংসের শিবিরেও।
কিন্তু এতকিছুর পরও পিএসএলের কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হয়েছে লিটন দাসকে। মূলত ইনজুরির কারণেই টুর্নামেন্টে কোনো ম্যাচ না খেলে দেশে ফিরেছেন লিটন।
শনিবার (১২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এ তথ্য জানান লিটন নিজেই।
ফেসবুক পোস্টে লিটন লেখেন, করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।
অনুশীলনের সময় চোট পেয়ে লিটনের একাধিক আঙুলে হেয়ারলাইন ফ্র্যাকচার ধরা পড়ে। সেরে উঠতে সময় লাগবে অন্তত দুই সপ্তাহ। ফলে করাচি কিংসের ক্যাম্প ছেড়ে দেশে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার।
এদিকে দেশে ফিরে বিমানবন্দরে তিনি জানান, ‘কিছু নিয়ে আসতে পারিনি ওখান থেকে। যা হয়েছে হারিয়েছিই মনে হয় বেশির ভাগ। যেহেতু ইনজুরি বড় ইস্যু। পাওয়ার চেয়ে বেশি মনে হয় হারালাম।’
তবে ভাগ্যে যা লেখা আছে তা মেনে নিতে কোনো আপত্তি নেই লিটনের, ‘অনেক কিছু আপনার হাতে থাকবে না। বিধাতা অনেক কিছু লিখে রাখে। এটা মেনে নেওয়া উচিত।’
এর আগে আইপিএলে গিয়ে এক ম্যাচ খেলেই ফেরেন দেশে। এবার পিএসএলে কোনো ম্যাচই খেলা হলো না। লিটন স্বভাবতই নিজেকে দুর্ভাগা ভাবছেন।
এ সময় বিসিবিকে ধন্যবাদ জানিয়ে লিটন বলেন, ‘আমাকে পুরো আসর খেলার সুযোগ দিয়েছিল। কিন্তু ভাগ্যের ওপর কোনো কিছু নেই। কিছু কিছু সময় ভাগ্যের ছোঁয়াও দরকার। পিএসএলের মতো একটা জায়গায় ফুল টুর্নামেন্ট সুযোগ পাওয়ার পরও কোনো ম্যাচ না খেলতে পেরে চলে আসা হতাশার।’
আপনার মতামত লিখুন :