বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসর শুরুর কথা ছিল আগামী মে মাসে। তবে দেশের ক্রিকেটাঙ্গনে টানা ব্যস্ততা এবং মাঠের স্বল্পতার কারণে টুর্নামেন্টটি পিছিয়ে জুন মাস থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বর্তমানে ঘন ঘন সিরিজ ও ঘরোয়া লিগের কারণে ক্রিকেটাররা চরম ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ হওয়ার আগেই বিসিএল আয়োজনের প্রস্তুতি চলছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে পর্যাপ্ত মাঠ না পাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে এই প্রথম শ্রেণির টুর্নামেন্ট।
এ নিয়ে বিসিবির পরিচালক আকরাম খান বলেন, ‘প্রথমে আমরা মে মাসে বিসিএল শুরু করতে চেয়েছিলাম, কিন্তু মাঠ না পাওয়ায় এখন সেটা ১৫ জুন থেকে শুরু হচ্ছে। আশা করছি, জুলাইয়ের শুরুতেই টুর্নামেন্ট শেষ করতে পারব। যদিও গ্রীষ্মকালীন আবহাওয়ায় কিছুটা চ্যালেঞ্জ থাকবে, আমাদের কিছু করার নেই।’
গত আসরে বিসিএলের অধিকাংশ দলের দায়িত্ব ছিল বিসিবির হাতে। এবার সেই জায়গায় কিছুটা পরিবর্তন আনতে চাইছে বোর্ড। নতুন করে স্পনসর খুঁজে এনে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে দলগুলোর ব্যবস্থাপনা চালাতে চায় তারা। এ বিষয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে বিসিবি এবং অন্তত কয়েকটি দলের জন্য স্পনসর পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।
আকরাম খান আরও জানান, ‘আমরা কয়েকটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করব। চেষ্টা করছি যেন ২-৩টা ফ্র্যাঞ্চাইজি অন্তর্ভুক্ত করতে পারি। ইনশাল্লাহ, কিছু খেলোয়াড়কেও বিসিএলে পাওয়া যাবে।’
এদিকে শাইনপুকুর ও গুলশান ক্রিকেট ক্লাবের মধ্যে অনুষ্ঠিত এক ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)। এ বিষয়ে বোর্ডের পরবর্তী সভায় বিস্তারিত আলোচনা হবে বলেও জানান বিসিবির এই পরিচালক।
অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের জন্যও একটি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। এ নিয়ে প্রাথমিকভাবে ভাবনা-চিন্তা শুরু করেছে তারা।
আপনার মতামত লিখুন :