বাজে পারফরমেন্সের কারণে সম্প্রতি পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেট দল থেকে বাদ পড়েছেন বাবর আজম। আর তাই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রত্যাবর্তনের দারুণ গল্প লেখার সুযোগ এসেছিল তার হাতে। তবে এই সুযোগও তিনি কাজে লাগাতে পারেননি। প্রথম ম্যাচে কোন রান করেই সাজঘরে ফেরেন তিনি। এতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে নাম লিখিয়েছেন বাবর আজম।
শনিবার (১২ এপ্রিল) মুখোমুখি হয়েছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমি। এই ম্যাচে রানের খাতা খুলতে পারেননি বাবর। মোহাম্মদ আমিরের বলে রাইলি রুশোর হাতে সহজ ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই তারকা।
এটি পিএসএলে বাবরের অষ্টম ডাক। বাবরের চেয়ে বেশি ডাক আছে অলরাউন্ডার ইমাদ ওয়াসিম এবং বোলার ওয়াহাব রিয়াজের। ৭২ ইনিংসে ইমাদের ডাক ১২ টি। ৫৪ ইনিংসে ওয়াহাব রিয়াজের ডাক ১০টি।
পিএসএল ইতিহাসে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড:
ইমাদ ওয়াসিম (ইসলামাবাদ ইউনাইটেড)- ১২
ওয়াহাব রিয়াজ (পেশোয়ার জালমি) – ১০
বাবর আজম (পেশোয়ার জালমি) – ৮
কামরান আকমল (পেশোয়ার জালমি) – ৮
শাহীন আফ্রিদি (লাহোর কালান্দার্স) – ৭
বাবরের ডাক মারার দিনে কোয়েটা গ্লাডিয়েটর্সের কাছে পেশোয়ার জালমি হেরেছে ৮০ রানের বড় ব্যবধানে। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ২১৭ রানের লক্ষ্য ব্যাটিং করতে নেমে পেশোয়ার অলআউট হয়েছে ১৩৬ রানে।
আপনার মতামত লিখুন :