চলতি মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গত চার মৌসুমের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির। এরই মধ্যে চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিতে হয়েছে পেপ গার্দিওলার শিষ্যদের। তার ওপর আবার ইপিএল শিরোপার দৌড়েও নেই ধারে কাছে।
ইপিএলে দলটির সমীকরণ এমন দাঁড়িয়েছে যে, আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ দলটি খেলতে হলে সামনে সবকটি ম্যাচ তাদের জিততে হবে। আর এমন পরিস্থিতিতে সম্প্রতি দলের অন্যতম সদস্য ও মাঝমাঠের প্রাণ কেভিন ডি-ব্রুইনা ঘোষণা দিয়েছেন, সিটিজেনদের জার্সিতে এটিই তার শেষ মৌসুম।
তার এই ঘোষণার পরে স্বাভাবিকভাবেই আগামী মৌসুমে ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে কিনা! সেই বিষয়ে জল্পনা সৃষ্টি হয়েছে।
তবে সেই সব জল্পনা বা প্রশ্ন আপাতত সামনে আনতে চান না এই মিডফিল্ডার। আগামী মৌসুমে দল ছাড়ার আগে সিটিকে চ্যাম্পিয়নস লিগে রেখে যেতে চান কেভিন ডি ব্রুইনা।
বিদায়ের আগে দলকে নিয়ে লক্ষ্য প্রসঙ্গে এই ম্যানসিটি মিডফিল্ডার বলেন, ‘এই দলকে চ্যাম্পিয়নস লিগে রেখেই চলে যেতে চাই আমি। কারণ এটা তাদের প্রাপ্য।’
তিনি আরও বলেন, ‘আমরা নয়-দশ বছর ধরে চ্যাম্পিয়নস লিগে নিয়মিত খেলছি। তাই আশা করি, আগামী বছরও দলকে সেখানে নিয়ে যেতে পারব আমরা। আর আমি সবসময় যেভাবে খেলছি সেভাবে ভালো ফুটবল খেলার চেষ্টা করব।’
প্রসঙ্গত, ইপিএল এর পয়েন্ট টেবিলে ৩২ ম্যাচ খেলে ৫৫ পয়েন্ট নিয়ে ৪র্থ অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। অপরদিকে সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট কম নিয়ে ৫ম স্থানে আছে অ্যাস্টন ভিলা।