ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এছাড়াও দিনের অন্য ম্যাচে অগ্রণী ব্যাংকের কাছে ৮৯ রানের বিশাল হার দেখতে হয়েছে সৌম্য-তামিমের লিজেন্ডস অব রূপগঞ্জকে। এছাড়া আরেক ম্যাচে হেসেখেলে জিতেছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।
গাজী গ্রুপের পাহাড়সম লক্ষ্য টপকাতে পারল না ব্রাদার্স ইউনিয়ন
বিকেএসপির চার নম্বর গাজী গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয় ব্রাদার্স ইউনিয়ন। যেখানে হেসে-খেলে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
এদিন টস হেরে প্রথমে ব্যাটিং এ নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে সব উইকেট হারিয়ে ৩০১ রানের পাহাড়সম রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ২৫০ রানে থামে ব্রাদার্সের ইনিংস।
এদিন শুরুতে ব্যাট করতে নেমে ব্রাদার্স বোলারদের কঠিন পরীক্ষা নেন গাজীর ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৮৪ রান করেন শামসুর রহমান শুভ। অন্যান্যদের মধ্যে মুনীম শাহরিয়ার ৩৫ রান, সাদিকুর রহমান ২১ রান, অধিনায়ক এনামুল হক ৩৭ রান, শামিম মিয়া ৪২ রান করেন। এছাড়াও শেষদিকে ২৭ বলে ৫১ রানের ঝড়ো ইনিংস খেলেন সালমান হোসেন ইমন।
জয়ের লক্ষ্যে নামা ব্রাদার্সের ইনিংসে জাহিদুজ্জামান খানের সেঞ্চুরি ছাড়া বলার কিছুই নেই। ৯২ বলে ১৭ চার ও ২ ছক্কায় ১২২ রান করেন ব্রাদার্স অধিনায়ক জাহিদুজ্জামান। ৪৩.১ ওভারে ২৫০ রানে গুটিয়ে গেছে। গাজী গ্রুপ ক্রিকেটার্সের ওয়াসি সিদ্দিকি ১০ ওভারে ৫২ রানে ৬ উইকেট নিয়েছেন। গাজীর ৫১ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন ওয়াসি।
সৌম্য-তামিমদের রূপগঞ্জকে হেসেখেলে হারাল অগ্রণী ব্যাংক
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ অগ্রণী ব্যাংকের বিপক্ষে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক সাইফ হাসান।
প্রথমে ব্যাটিং পাওয়া অগ্রণী ব্যাংক নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৬ রানের বড় পুঁজি সংগ্রহ করে। ইনিংস সর্বোচ্চ ১০৪ বলে ৮৭ রান করেছেন সাদমান ইসলাম। এছাড়া উইকেটরক্ষক ইমরানুজ্জামান রান ৫০ ও তিন নম্বরে নামা অমিত হাসান করেন ৫৯ রান। রূপগঞ্জের রেজাউর রহমান রাজা নিয়েছেন ২ উইকেট। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন শরীফুল ইসলাম, সামিউন বশির রাতুল, সাইফ ও শেখ মেহেদী হাসান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে রূপগঞ্জ। শুরুতেই সাইফ হাসানকে হারিয়ে বিপদে পড়ে তারা। তবে দলকে আশা দেখায় তানজিদ হোসেন তামিম ও সৌম্য সরকার। কিন্তু সে আশা পরিপূর্ণ হয়নি। দলীয় ৪১ রানেই রবিউলের শিকার হন তামিম। এরপর মাহমুদুল হাসান জয়কে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন সৌম্য। ১৬তম ওভারের চতুর্থ বলে সৌম্যকে ফিরিয়ে জুটি ভাঙেন আরিফ আহমেদ। সৌম্য স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিড উইকেটে তাইবুর রহমানের তালুবন্দি হয়েছেন।
৪১ বলে ৫ চারে ৩২ রান করে সৌম্য বিদায় নিলে ১৫.৪ ওভারে ৩ উইকেটে ৯৪ রানে পরিণত হয় লিজেন্ডস অব রূপগঞ্জ। তৃতীয় উইকেটের জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ৪০.১ ওভারে ২১৭ রানে অলআউট হয়েছে রূপগঞ্জ। অগ্রণী ব্যাংকের রবিউল হক পেয়েছেন ৪ উইকেট। ম্যাচসেরা হয়েছেন সাদমান ইসলাম।
অলরাউন্ড পারফরমেন্সে জিতল পারটেক্স
বিকেএসপির তিন নম্বর মাঠে এদিন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। এদিন ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই দুর্দান্ত ছিল পারটেক্স।
টস হেরে ব্যাটিং এ নেমে ৪৯ ওভারে ২২৯ রানে গুটিয়ে যায় ধানমন্ডি। দলের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন ইয়াসির। পারটেক্সের বাঁহাতি স্পিনার মোহাম্মদ শাহিদুল ইসলাম ১০ ওভারে ৩১ রানে নিয়েছেন ৫ উইকেট।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৪৮ ওভারে ৮ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় পারটেক্স। পারটেক্সের ইনিংস সর্বোচ্চ ৮৫ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আহরার আমিন পাইন। অলরাউন্ড পারফরম্যান্সে তিনিই হয়েছেন ম্যাচসেরা। ৯ ওভারে ৪২ রানে নিয়েছেন ৩ উইকেট। ১২৬ বলের ইনিংসে ৩ চার ও ৪ ছক্কা মেরেছেন।
আপনার মতামত লিখুন :