ঢাকা মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের সামনে আইরিশদের চ্যালেঞ্জিং সংগ্রহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৫, ০৭:০২ পিএম
আইরিশদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশের নারী ক্রিকেট দল ।। ছবি: সংগৃহীত

নারী বিশ্বকাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করে বাংলাদেশের সামনে ২৩৬ রানের চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিয়েছে আইরিশরা।

আজ রোববার (১৩ এপ্রিল) লাহোরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

আইরিশদের হয়ে সর্বোচ্চ ৬৩ রানের ইনিংস খেলেন ডোলেনি। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার রাবেয়া।

এদিন শুরুতেই আইরিশদের চেপে ধরেন বাংলাদেশি বোলাররা। ফলত বড় শট খেলার থেকে বিরত থাকেন দুই ওপেনার আয়ারল্যান্ডের দুই ওপেনার ফোবস ও গ্রেবি লুইস। আর সেই সুযোগে কাজে লাগান নাহিদা আক্তার। ৮ বল খেলে ৪ রান করা সারাকে রান আউট করান তিনি।

এই ওপেনারের বিদায়ে চতুর্থ ওভারে মাত্র ৬ রানের মাথায় ভাঙে উদ্বোধনী জুটি। তবে শুরুর সেই ধাক্কা সামাল দেন লুইস ও অ্যামি হান্টার। দ্বিতীয় উইকেট জুটিতে তারা যোগ করেন ৫০ রান। ১৪তম ওভারে জান্নাতুল ফেরদৌসকে ফিরতি ক্যাচ দেওয়ার আগে ৪৩ বলে ২৪ রান করেছেন লুইস।

অধিনায়কের বিদায়ের পর হান্টারের সঙ্গে যোগ দেন ওরলা পেন্ডারগেস্ট। তবে হান্টার ভালো শুরুর পর ফিরেছেন দুর্ভাগ্যজনক রান আউটে। সোবহানা মুস্তারির দুর্দান্ত থ্রো থেকে বল ধরে স্টাম্প ভাঙেন জ্যোতি। সাজঘরে ফেরার আগে ৩৮ বলে ৩৩ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটার।

৭৭ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছিল বাংলাদেশ। তবে চতুর্থ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন পেন্ডারগেস্ট ও লরা ডেলানি। দুজনের জুটিতে ৭২ রান যোগ করে আইরিশরা। ৪১ রান করা পেন্ডারগেস্টকে লেগ বিফোরের ফাঁদে ফেলে গলার কাঁটা হয়ে ওঠা এই চতুর্থ উইকেট জুটি ভাঙেন রাবেয়া।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে আইরিশ মেয়েরা। তবে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং করা ডেলানি। ৭৫ বল খেলে ৬৩ রান করে সাজঘরে ফিরেছেন তিনি। তার বিদায়ের পর আর বলার মতো রান করতে পারেননি কেউই।

শেষদিকে আবারো নিয়ন্ত্রিত বোলিং করেছে বাংলাদেশ। তাতে আড়াইশর রানের মাইলফলক ছুঁতে পারেনি আইরিশরা।